আম্বানিদের বাড়িতে এবার ‘মামাদের উপহার’ উৎসব

১২ জুলাই বিয়ের চূড়ান্ত আয়োজনের আগে অনুষ্ঠিত হয়ে গেল আরও একটি প্রি–ওয়েডিং বা প্রাক্‌-বিয়ে। জামনগরে অনুষ্ঠিত হয় পাঁচ দিনের প্রথম প্রি–ওয়েডিং। এরপর ইতালিতে সমুদ্রযাত্রা মিলিয়ে হলো তিন দিনের দ্বিতীয় প্রি–ওয়েডিং। এবার অনুষ্ঠিত হলো ‘মামিরু সিরিমনি’ বা মামা উৎসব। গুজরাটি সংস্কৃতি অনুসারে এদিন কনের মামারা কনেকে উপহার দেন। তবে এ আয়োজন হয়েছে আম্বানিদের ২৭ তলার বিলাসবহুল ভবন ‘অ্যান্টালিয়া’য়। সেখানে অতিথি হিসেবে যোগ দেন বলিউড তারকাদের অনেকেই। এই অনুষ্ঠানে আগত বলিউড তারকারাও থিমের সঙ্গে মিলিয়ে পরেছেন ভারতের ঐতিহ্যবাহী পোশাক—শাড়ি, লেহেঙ্গা। সেখানে উঠে আসছে কমলা, রানি গোলাপী, সোনালির মতো চনমনে রঙ। আশীর্বাদ ও উপহার গ্রহণ শেষে সবাই উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবিতে দেখে নেওয়া যাক।

উৎসবে গুজরাটি ব্যবসায়ীর কন্যা রাধিকা মার্চেন্টের পরনে ছিল মনীশ মালহোত্রার নকশা করা কাস্টম মেড জমকালো লেহেঙ্গা–চোলি। গুজরাটি ঐতিহ্যবাহী লেহেঙ্গাতে নিখুঁতভাবে ফুটে উঠেছে ক্ল্যাসিক এমব্রয়ডারি আর সোনার জরিতে জারদৌসির কাজ
লেহেঙ্গার পাড় আর ওড়নার আঁচলে ফুটে উঠেছে দুর্গার শ্লোক আর পৌরাণিক কল্পকাহিনি। ঘাগড়াটি তৈরি হয়েছে ৩৫ মিটার কাপড়ে
রাধিকা এদিন পরেছিলেন তাঁর মায়ের গয়না
রাধিকাকে সাজিয়েছেন বলিউডের নামকরা স্টাইলিস্ট, ফ্যাশন ডিজাইনার রিয়া কাপুর
ইশা আম্বানির পরনে ছিল সোনালি জরির কাজ করা অরগ্যাঞ্জা–সিল্ক রাফলড শাড়ি
ইশার শাড়িটির নকশা করেছেন অর্পিতা মেহতা, স্টাইল করেছেন অনিতা শ্রফ আদাজানিয়া
নীতা আম্বানির পরনে ছিল আবু জানি-সন্দ্বীপ খোসলার নকশা করা রানি গোলাপি রঙের চুনরি শাড়ি
আম্বানি বাড়ির বড় পুত্রবধূ শ্লোকা মেহতার পরনেও ছিল কমলা, গোলাপি, সোনালি রঙের জমকালো একটা লেহেঙ্গা–চোলি
মানুষি ছিল্লার দেখা দেন কমলা রঙের চুমকির কাজ করা একটি জমকালো শাড়িতে
জাহ্নবী কাপুরও দেখা দেন একটি লেহেঙ্গা–চোলিতে। সঙ্গী হয়েছিলেন প্রেমিক শিখর পাহারিয়া