বিজ্ঞাপনবার্তা

আয়োজনে উজ্জ্বল লা রিভ ঈদ ও নার্গিসাস কালেকশন

সকাল, বিকেল বা আড্ডায় পরার জন্য লা রিভ এনেছে ক্যাজুয়াল ঈদ কালেকশন
 ছবি: সংগৃহীত

ঈদ পরিবার, বন্ধু, পরিজনের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার একটি উপলক্ষ। শুধু উৎসবই নয়, ঈদ দেশের সবচেয়ে বড় ফ্যাশন মৌসুমও বটে। ঈদের পোশাক পরার উপলক্ষ তো এক নয়, একাধিক। সাত সকালে শ্বেত-শুভ্র পাঞ্জাবি আর টুপি পরে পুরুষেরা বেরিয়ে পড়েন নামাজ আদায়ের জন্য। মা-খালা-বোনেরা নতুন একটা ছিমছাম জামা পরে ঢুকে পড়েন হেঁশেলে। ঈদের খুশির পূর্ণ আমেজ দেখা যায় স্কুল-কলেজপড়ুয়া কিশোরী আর শিশুদের মধ্যে। ঝটপট গোসল সেরে রঙিন পোশাক পরে সারা বাড়ি দৌড়ে বেড়ানো কিংবা টুক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। বিকেলের আড্ডা কিংবা দুপুর ও সন্ধ্যার আয়োজনে সবারই চাই ক্লাসিক কিছু। এভাবেই ঈদের দিনের আয়োজনের সঙ্গে বদলে যেতে থাকে পোশাকের ধরন, রং, প্যাটার্ন ও ক্ষেত্র বিশেষে কাপড়ও।

ঈদের এমন সব মুহূর্তকে মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে তাদের ঈদ কালেকশন ২০২৩। পথচলার শুরু থেকেই দেশি সংস্কৃতি আর আন্তর্জাতিক ফ্যাশনের ফিউশন নিয়ে কাজ করছে লা রিভ। গত ১৩ বছরের অভিজ্ঞতা, সৃজনশীলতা আর ডিজাইন বোঝার দক্ষতা—সবই এক কালেকশনে উঠে এসেছে সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেইলস ও ডিজাইনে।

এবার কালার প্যালেটে উজ্জ্বল কমলা বা জুসি অরেঞ্জকে প্রাধান্য দেওয়া হয়েছে

শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের ঈদ আয়োজনে পরার সব পোশাক এক কালেকশনে নিয়ে আসার অসাধ্য কীভাবে সম্ভব হলো? লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘এই কালেকশনটি তৈরি করতে প্রায় এক বছর টানা কাজ করেছে লা রিভ। মাহে রমজানের শুরু থেকেই দুই হাজারেরও বেশি স্টাইল পৌঁছে গেছে সব স্টোর ও অনলাইনে। এই নিরলস পরিশ্রম মূলত আমাদের স্বপ্নেরই প্রতিফলন। আমরা স্বপ্ন দেখি, বছরের সবচেয়ে বড় উৎসবে ক্রেতারা দেশে বসেই আন্তর্জাতিক মানের ও প্যাটার্নের পোশাক পরতে পারবেন। পাশাপাশি লা রিভ এমন পোশাক তৈরি করবে, যা পরে শুধু ক্যাজুয়াল, অফিশিয়াল বা অভিজাত আয়োজন নয়, আন্তর্জাতিক অঙ্গনের যেকোনো রেড কার্পেটেও আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়ানো যাবে। আমাদের সম্মানিত ক্রেতারা যখন লা রিভের পোশাক কেনেন, তাঁরা সেই স্বপ্নটাই নিজের সঙ্গে ক্যারি করেন। এই ইতিবাচক শক্তিটাই এবার দুই হাজারেও বেশি স্টাইল লঞ্চ করার মূলমন্ত্র।’

ঈদের এই সুবিশাল কালেকশন লা রিভ বণ্টন করেছে আয়োজন অনুসারে। সকালে, বিকেলে বা আড্ডায় পরার জন্য তৈরি হয়েছে লা রিভ ক্যাজুয়াল ঈদ কালেকশন। দুপুর ও রাতের আয়োজনের জন্য ঈদ এথনিক এবং অভিজাত পার্টিতে পরার জন্য হাই এন্ড এক্সক্লুসিভ নার্গিসাস তো আছেই।

বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং পোশাকও আছে লা রিভে

নবজাতক, শিশু, কিশোর-কিশোরী বা টিনএজ, তরুণ-তরুণী, বাবা-ছেলে, মা-মেয়ে এবং কর্মজীবী নারী-পুরুষ—সবার জন্যই এই কালেকশন। অতিমারির পর এবারই প্রথম সবার সঙ্গে মিলেমিশে ঈদ হবে, লা রিভের ঈদের পোশাকে দেখা যাবে সেই উচ্ছ্বাসের ছোঁয়া। কালার প্যালেটে উজ্জ্বল কমলা বা জুসি অরেঞ্জকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারচুপি, এমব্রয়ডারি, প্রিন্টের মাধ্যম ব্যবহার করা হয়েছে। উঠে এসেছে হাতের সূক্ষ্ম কাজ। রাতের আয়োজন, আড্ডা আর পার্টির জন্য মসলিন, সিল্ক, হাফ সিল্ক, ইন্ডি কটন ও ইন্ডি সিল্ক ও ক্রেপে কাজ করা হয়েছে। এথনিক ও ক্যাজুয়াল ক্যাটাগরিতে প্রাধান্য পেয়েছে ভিসকোস, স্লাব ও রামি কটন, লিলেন-ব্লেন্ড, জ্যাকার্ড ও মার্সেরাইজড কটন।

আজকাল যেকোনো আয়োজনে ঝটপট একটা শাড়ি পরে ফেলা তরুণীর সংখ্যা বাড়ছে। লা রিভের ঈদ কালেকশনে তাদের জন্য রয়েছে দারুণ চমক। নিখুঁত হাতের কাজ করা শাড়ির বাহারে উজ্জ্বল এবারের ঈদের শাড়ি কালেকশন। এক্সক্লুসিভ মসলিন শাড়ির জন্য লা রিভের সুনাম ছিল আগে থেকেই। মসলিন শাড়িতে এবার যোগ হয়েছে রঙের বৈচিত্র্য, এমব্রয়ডারি, ট্যাসেল, কন্ট্রাস্ট পাড় ও কারচুপির চোখজুড়ানো কাজ। রয়েছে পার্টিতে পরার অন্যান্য শাড়ি। বেনারসি, কাতান, হাল আমলের পাতোলা, শিফন ও জর্জেট শাড়িতে ঝলমল করছে জরি সুতো, সিকুইন, চিকন ও মিনাকারির কাজ। দেশি তাঁত, সুতি ও জামদানি-উইভ হাফসিল্কে যোগ হয়েছে আধুনিক ডিজাইন।
শাড়ি পরতে আলসেমি? পাশেই দেখা মিলবে সালোয়ার-কামিজ, কামিজ ও নানা প্যাটার্নের টিউনিক। ক্যাজুয়াল টপসের সঙ্গে চাই ফিউশন? তাহলে ঘুরে আসুন শ্রাগের কালেকশন থেকে। ঈদের সাজে সব পোশাকই স্বয়ংসম্পূর্ণ এবার।

প্রিয়জনের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার কিংবা এক্সক্লুসিভ পার্টিতে ক্যাজুয়াল পোশাক বড্ড বেমানান লাগে। সেই সমাধানও আছে লা রিভের এই কালেকশনে। ঘুরে আসুন ব্র্যান্ড এক্সক্লুসিভ নার্গিসাসের জগৎ থেকে। পোশাকে অপার সৌন্দর্য স্পর্শ করার প্রয়াসে নার্গিসাসের একেকটি পোশাক যেন না-দেখা চিত্রকাব্য। স্বচ্ছ মসলিনের লেয়ার, সিল্কের খসখস, হাওয়ায় ভাসা ওড়নায় মুগ্ধ করা কারুকাজের মাধ্যমে নার্গিসাস আপনার ঈদের সাজে যোগ করবে ভিন্নমাত্রা।

ঈদে অভিজাত পার্টিতে পরার জন্য আছে হাই অ্যান্ড এক্সক্লুসিভ নার্গিসাস

একটা শার্ট বা পাঞ্জাবি দিয়েই এক ঈদ পার—সেই ধারণা থেকে এ যুগের আধুনিক পুরুষেরা বেরিয়ে এসেছেন আগেই। ব্যক্তিত্ব, কাজ ও আয়োজন মিলিয়ে কেমন পোশাক তাঁকে মানায়, সেই ধারণা এখন তাঁদের কাছে জলের মতো পরিষ্কার। তাঁদের পছন্দের সঙ্গে পাল্লা দিয়ে প্রস্তুত লা রিভ মেনজ ঈদ কালেকশন। ক্যাজুয়াল কিছু চাই? আছে প্রিন্ট করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টি-শার্ট। নাকি আরেকটু ফরমাল কিছু প্রয়োজন। হাজির হয়ে গেল ফরমাল শার্ট, কলার প্ল্যাকেটে মিনিমাল কাজ করা পাঞ্জাবি, ম্যাচিং টুপি, প্যান্ট পায়জামা আর বিজনেস ফরমাল শার্ট। যদি চাই এক্সক্লুসিভ আয়োজন, ইন্ডি সিল্ক ও কটন, জ্যাকার্ডের পাঞ্জাবি সাজানো আছে পাশেই।

পুরুষের ঈদ কালেকশনে থাকছে রুচিশীল কাজ করা ফিটেড, সেমি ফিট ও রেগুলার ফিট পাঞ্জাবি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, কমফোর্ট শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। বটমস কালেকশনে নানা ফিটের প্যান্ট পায়জামা, ডেনিম ও চিনোস প্যান্টস এবং লুঙ্গি ডিজাইন করা হয়েছে। সব বয়সের পুরুষের জন্য ম্যাচিং টুপিরও দারুণ একটি কালেকশন সাজিয়েছে লা রিভ।

রাতের আয়োজন, আড্ডা আর পার্টির জন্য মসলিন, সিল্ক, হাফ সিল্ক, ইন্ডি কটন ও ইন্ডি সিল্ক ও ক্রেপে কাজ করা হয়েছে

নারী-পুরুষ ছাড়াও লা রিভ যোগ করেছে শিশু ও কিশোর-কিশোরীদের ঈদের পোশাক, বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং ক্যাপসুল মিনি মি, বাদ পড়েনি নবজাতকদের সংগ্রহও। ক্রেতাদের কেনাকাটা সহজ করতে বাড়িয়েছে স্টোরের পরিসর, যোগ হয়েছে বিশ্বের যেকোনো প্রান্তে বসে কেনাকাটা ও শিপিংয়ের সুবিধা। এ ছাড়া চলছে শপ অ্যান্ড ফ্লাই কনটেস্ট। স্টোর ও অনলাইনে ৭ হাজার ৫০০ টাকার কেনাকাটায় যেকোনো দুজন বিজয়ী পাবেন ব্যাংকক ও নেপালে ঘুরে আসার রিটার্ন টিকিট, একজন সঙ্গীসহ। তৃতীয়জন পাবেন ১৫ হাজার টাকা সমমূল্যের গিফট ভাউচার।

লা রিভের ঈদ কালেকশনটি ইতিমধ্যে পৌঁছে গেছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি স্টোর ও অনলাইনে (www.lerevecraze.com)। বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন লা রিভের অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze থেকে।