জামা কখনো সুস্বাদু হতে পারে? পারে, যদি সেই জামা তৈরির উপকরণে থাকে চকলেট। এমনই এক ‘মজাদার’ পোশাকের ফ্যাশন শো অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ২৮ অক্টোবর শুরু হয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে চকলেটের মেলা। চাইলে চকলেটের বাণিজ্য মেলাও বলতে পারেন। ‘স্যালন দ্যু চকোলা’ নামের এ আয়োজনের প্রথম দিনে ছিল বিশেষ ফ্যাশন শো, যেখানে চকলেটে তৈরি জামা পরে মঞ্চে হাজির হন মডেলরা। দেখুন ছবিতে।