যে জামা পরা যায়, খাওয়াও যায়

জামা কখনো সুস্বাদু হতে পারে? পারে, যদি সেই জামা তৈরির উপকরণে থাকে চকলেট। এমনই এক ‘মজাদার’ পোশাকের ফ্যাশন শো অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ২৮ অক্টোবর শুরু হয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে চকলেটের মেলা। চাইলে চকলেটের বাণিজ্য মেলাও বলতে পারেন। ‘স্যালন দ্যু চকোলা’ নামের এ আয়োজনের প্রথম দিনে ছিল বিশেষ ফ্যাশন শো, যেখানে চকলেটে তৈরি জামা পরে মঞ্চে হাজির হন মডেলরা। দেখুন ছবিতে।

ওপরে চকলেটের আস্তর থাকায় বেড়ে গিয়েছিল জামার ওজন। ভারী এই জামা পরে ক্যাটওয়াক করা বেশ কঠিন বলে জানিয়েছেন মডেলরা
ছবি: এএফপি
বেশ কয়েক বছর ধরেই এমন চকলেট মেলা আয়োজন হয়ে আসছে। এ বছর ছিল এর ২৮তম আয়োজন।
মডেলরা জানিয়েছেন, চকলেট খেয়ে ফেলার লোভ সংবরণ করা তাঁদের জন্য বেশ কঠিন ছিল।
চকলেট যেন ভেঙে না যায়, সে জন্য বেশ কসরত করে বানাতে হয়েছে এই পোশাক
ফরাসি মডেল ইভ গিলেস
চকলেটের মেলায় পোশাকেও হয়েছে চকলেটের প্রদর্শনী
অনুষ্ঠানে নামীদামি শেফ, ব্যবসায়ী থেকে শুরু করে চকলেটপ্রেমীরাও উপস্থিত ছিলেন