সময়ের সঙ্গে ভারতের ফ্যাশন ইন্ডাস্ট্রি আরও বেশি করে আন্তর্জাতিক হয়ে উঠছে। বিশ্বের এমন কোনো চলচ্চিত্র বা ফ্যাশন উৎসব নেই, যেখানে বৈশ্বিক তারকারা ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাক বা জুয়েলারিতে দেখা দেননি! তারই সর্বশেষ উদাহরণ রিহানা ও জেনিফার লোপেজ। বিশ্ব সংগীতের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকাদের ভেতর এই দুজনের নাম থাকবে একেবারে ওপরের দিকেই। আর দুটো ভিন্ন আয়োজনে এই দুজন দেখা দিলেন ভারতের জনপ্রিয় দুই ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা ও সব্যসাচী মুখার্জির নকশা করা দামি সব পাথরের গয়নায়।
রিহানার দুটো গয়নাই পোশাকের সঙ্গে মিলিয়ে লাল টকটকে রুবি পাথরে গড়া। গলায় ছিল সব্যসাচীর নকশা করা নেকলেস আর মনীশ মালহোত্রার নকশা করা চোকার। দুজনেই ভারতের প্রথম সারির ফ্যাশন ডিজাইনার। বলিউডে কে কার চেয়ে এগিয়ে—তা মাপা মুশকিল। এই মনীশ ‘ওয়েডিং কালেকশনে’ এগিয়ে যান তো সব্যসাচী ছাপিয়ে যান আর সবাইকে! প্রতিনিয়ত এই দুজনকে নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ চলে ফ্যাশনপাড়ায়।
মনীশ মালহোত্রা রিহানার ছবি থেকে সব্যসাচীর নেকলেস ‘ক্রপ’ করে ছবি আপলোড করেছেন। ইনস্টাগ্রামে আপলোড করা সেই ছবির নিচে অনেকেই সব্যসাচীর নেকলেসটা ‘ক্রপ’ করায় লিখেছেন, ‘এ রকম না করলেও পারতেন’, ‘ছোট মনের পরিচয় দিলেন’ ইত্যাদি। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক।