যেভাবে ‘ছোট মনের পরিচয় দিলেন’ মনীশ মালহোত্রা

সময়ের সঙ্গে ভারতের ফ্যাশন ইন্ডাস্ট্রি আরও বেশি করে আন্তর্জাতিক হয়ে উঠছে। বিশ্বের এমন কোনো চলচ্চিত্র বা ফ্যাশন উৎসব নেই, যেখানে বৈশ্বিক তারকারা ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাক বা জুয়েলারিতে দেখা দেননি! তারই সর্বশেষ উদাহরণ রিহানা ও জেনিফার লোপেজ। বিশ্ব সংগীতের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকাদের ভেতর এই দুজনের নাম থাকবে একেবারে ওপরের দিকেই। আর দুটো ভিন্ন আয়োজনে এই দুজন দেখা দিলেন ভারতের জনপ্রিয় দুই ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা ও সব্যসাচী মুখার্জির নকশা করা দামি সব পাথরের গয়নায়।

মনীশ মালহোত্রা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

রিহানার দুটো গয়নাই পোশাকের সঙ্গে মিলিয়ে লাল টকটকে রুবি পাথরে গড়া। গলায় ছিল সব্যসাচীর নকশা করা নেকলেস আর মনীশ মালহোত্রার নকশা করা চোকার। দুজনেই ভারতের প্রথম সারির ফ্যাশন ডিজাইনার। বলিউডে কে কার চেয়ে এগিয়ে—তা মাপা মুশকিল। এই মনীশ ‘ওয়েডিং কালেকশনে’ এগিয়ে যান তো সব্যসাচী ছাপিয়ে যান আর সবাইকে! প্রতিনিয়ত এই দুজনকে নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ চলে ফ্যাশনপাড়ায়।

সব্যসাচী মুখোপাধ্যায়

মনীশ মালহোত্রা রিহানার ছবি থেকে সব্যসাচীর নেকলেস ‘ক্রপ’ করে ছবি আপলোড করেছেন। ইনস্টাগ্রামে আপলোড করা সেই ছবির নিচে অনেকেই সব্যসাচীর নেকলেসটা ‘ক্রপ’ করায় লিখেছেন, ‘এ রকম না করলেও পারতেন’, ‘ছোট মনের পরিচয় দিলেন’ ইত্যাদি। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক।

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে গুঞ্জন রটার পর থেকে যারপরনাই বিরক্ত ছিলেন জেলো। অনেক দিন তিনি জনসম্মুখে দেখা দেননি। তারপর সম্প্রতি দেখা দিলেন নেটফ্লিক্স আয়োজিত ‘অ্যাটলাস’ সিনেমার প্রিমিয়ারে। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার
সাদা টপ আর মারমেইড স্কার্টে দেখা দেন জেনিফার। জেনিফারের এই লুকের স্টাইলিং করেছেন তাঁর ব্যক্তিগত স্টাইলিশ মেরিয়েল হায়েন ও রব জ্যানগার্দি
তবে আলাদা করে নজর কেড়েছে জেনিফারের হীরা–পান্নায় গড়া নেকলেস আর কানের টপ। নেকলেসটির নাম ইলিনা
১৬৫ ক্যারাট পান্না পাথর দিয়ে বানানো। এই পাথরগুলো ঝুলছে যে চেইনে, সেটি ট্রিলিয়ন কাটের হীরা দিয়ে গড়া
এদিকে আরেক গ্লোবাল আইকন রিহানা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাঁর বিউটি ব্র্যান্ড ফেন্টি হেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা দেন ভারতের প্রথম সারির দুই ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি আর মনীশ মালহোত্রার নকশা করা গয়নায়
মনীশ মালহোত্রা রিহানার এই ছবি ‘ক্রপ করে’ আপলোড করেছেন
মনীশ মালহোত্রার শেয়ার করা আরেকটি ছবি। সব ছবি থেকে সব্যসাচীর নেকলেস ছেঁটে ফেলে দিয়েছেন তিনি
গলার চোকারটা মনীশ মালহোত্রার নকশা করা। অন্যদিকে নেকলেসটার ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জী
রিহানার পরনে ছিল ওয়াইনরঙা টপ, একই রঙের লেদারের ওভারসাইজড জ্যাকেট ও স্কার্ট
পোশাকের সঙ্গে মিলিয়ে গয়নাগুলো পরেন রিহানা। গলার নেকলেসের সঙ্গে মিলিয়ে আঙুলের আংটিও সব্যসাচী জুয়েলারি থেকে নেওয়া
রিহানার ছবি থেকে সব্যসাচীর নেকলেসটা ক্রপ করে ছবি আপলোড করায় সমালোচিত হয়েছেন মনীশ মালহোত্রা। যদিও তাঁর নকশা করা চোকার কুড়িয়েছে ব্যাপক প্রশংসা