তারকাদের সর্বশেষ ফ্যাশন আর বিউটি মোমেন্ট তৈরির এক অনন্য জায়গা ইনস্টাগ্রাম। আর ফ্যাশনের ক্ষেত্রে এখন শাড়ির জনপ্রিয়তা অতীতের যেকোনো সময়ের চেয়ে তুঙ্গে। শাড়ি নিয়ে চলছে নিরীক্ষা, শাড়িতে ফিউশনও চলছে আর সমান তালে চলছে ঐতিহ্যবাহী সব শাড়ির কদর। স্টাইলিংয়ে অভিনবত্বের শেষ নেই। এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক শাড়ির ফ্যাশনে এ সময়ের ট্রেন্ডে