বিয়ের মঞ্চে আলিয়া কশ্যপ ও শেন গ্রেগোয়ার
বিয়ের মঞ্চে আলিয়া কশ্যপ ও শেন গ্রেগোয়ার

আলিয়া ও শেনের বিয়েবাড়ির ছবি দেখুন

১১ ডিসেম্বর সকাল থেকে শুরু হয় আলিয়া কাশ্যপ ও শেন গ্রেগোয়ার বিয়ের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা থেকে চলেছে বিবাহোত্তর সংবর্ধনা। অভিষেক বচ্চন, অগস্ত্যা নন্দা, সুহানা খান, শোভিতা ধুলিপালা, নাগা চৈতন্য, খুশি কাপুর, ভেদাং রায়না, ইব্রাহীম আলী খান, ইমতিয়াজ আলী, ইদা আলী, মেয়েকে নিয়ে নওয়াজুদ্দিন সিদ্দিকী, মনোজ বাজপেয়িসহ বলিউডের অনেককেই দেখা গেছে সেখানে। চলুন দেখি বিয়েবাড়ির ছবি—

আলিয়া কাশ্যপ ও শেন গ্রেগোয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েই গেল গতকাল
বিয়েতে ২৩ বছরের আলিয়ার পরনে ছিল অফ হোয়াইট, প্যাস্টেল ও গোলাপি রঙের ভারী কাজের লেহেঙ্গা। বউয়ের সঙ্গে মিলিয়ে ২৫ বছর বয়সী শেনের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানি। শেন গ্রেগোয়া মার্কিন তরুণ হলেও বরের লুকে পাগড়ি পরতে ভোলেননি
মাথার ওপর ফুলের চৌকি ধরে কনেকে বিয়ের মঞ্চে নিয়ে যান কনের সখীরা
আলিয়াকে বধূ বেশে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি শেন
কনে আলিয়া কাশ্যপের সঙ্গে তাঁর সখীরা
বিয়ের পর রাতের আয়োজনেও খুশি কাপুর দেখা দিয়েছেন ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির শাড়িতে। জমকালো সোনালি এই লেহেঙ্গা নজর কেড়েছে অনেকের
খুশি কাপুরের প্রেমিক ভেদাং রায়নার সঙ্গে বিয়েবাড়িতে ওরি
হাতে মেহেদি আর চুলে ফুল গুঁজে ফিরোজা রঙের শাড়িতে বিয়েবাড়ি এসেছিলেন অনুরাগ কাশ্যপের দ্বিতীয় স্ত্রী ও আলিয়ার সৎমা কালকি কোয়েচলিন।
নতুন বউ শোভিতা ধুলিপালাও নাগা চৈতন্যের হাত ধরে এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। ছবিতে শোভিতা
কনের বাবা অনুরাগ কাশ্যপের সঙ্গে ওরি