ম্যানহাটানের রাস্তায় কালোতে ঝলমলে নাসির–তামিমা

স্ত্রী তামিমা সুলতানাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছেন ক্রিকেটার নাসির হোসেন। ম্যানহাটানের রাস্তায় স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়ানোর সুন্দর কিছু ছবি পোস্ট করে নাসির লিখেছেন ‘স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ মাই বিউটিফুল ওয়াইফ।’ ম্যানহাটান টাইম স্কয়ারে তাঁদের এই সুন্দর মুহূর্তের ছবিগুলো দেখে নিন একঝলক।

একই রঙের পোশাকে নাসির-তামিমা দম্পতি। নাসির পরেছেন কালো রঙের টি–শার্ট আর জিনস। নাসিরের পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে তামিমার পরনে ছিল নেটের ফ্রিল দেওয়া ব্ল্যাক স্কার্ট। সঙ্গে ইন করে পরেছেন কালো রঙের গোল গলার শার্ট।
ছবি : নাসির হোসেনের ফেসবুক থেকে নেওয়া
পোশাকের পাশাপাশি তাঁদের জুতা জোড়াও ছিল নজরকাড়া। নাসির পরেছেন লোফার। আর তামিমার পায়ে হাই হিলের স্যান্ডেল, সামনে আছে সিকোয়েন্সের কাজ
হালকা গয়না ও খোলা চুলে গর্জিয়াস তামিমা।
হাস্যোজ্জ্বল নাসির।
নাসির ও তামিমা দুজনের হাতেই ছিল ঘড়ি।