আপনার ঠিক কত টাকা হলে আপনি সোনা দিয়ে তৈরি পোশাক পরবেন? এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো ভাবছেন, যত টাকাই হোক না কেন, আপনারা কখনোই সোনার পোশাক পরবেন না। তবে সোনার পোশাক নিয়ে যত তর্ক–বিতর্কই থাকুক না কেন, সময়ের সঙ্গে ভিন্নতাকে গ্রহণ করছে মানুষ। আর সেই স্রোতে মেটালিক লুকের পোশাকের পাশে জনপ্রিয়তা পাচ্ছে সোনার পোশাক।
মূলত সোনার গয়না ও কিছু কাস্টমাইজড মেটালিক লুকের পোশাকের জন্য জনপ্রিয় অনলাইনভিত্তিক মার্কিন ব্র্যান্ড মিশো। সম্প্রতি মিশোর একটা মাতৃপোশাক ফ্যাশন বিশ্বে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। ভারতের বাজারে বাড়ছে সোনার তৈরি পোশাক ও অনুষঙ্গের জনপ্রিয়তা। আর সে কারণেই এ ধরনের ফ্যাশন অনুষঙ্গে চেনা মুখ হয়ে উঠছেন ভারতীয় মডেলরা।