ভারতে বাড়ছে সোনা দিয়ে তৈরি পোশাকের জনপ্রিয়তা

আপনার ঠিক কত টাকা হলে আপনি সোনা দিয়ে তৈরি পোশাক পরবেন? এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো ভাবছেন, যত টাকাই হোক না কেন, আপনারা কখনোই সোনার পোশাক পরবেন না। তবে সোনার পোশাক নিয়ে যত তর্ক–বিতর্কই থাকুক না কেন, সময়ের সঙ্গে ভিন্নতাকে গ্রহণ করছে মানুষ। আর সেই স্রোতে মেটালিক লুকের পোশাকের পাশে জনপ্রিয়তা পাচ্ছে সোনার পোশাক।

মূলত সোনার গয়না ও কিছু কাস্টমাইজড মেটালিক লুকের পোশাকের জন্য জনপ্রিয় অনলাইনভিত্তিক মার্কিন ব্র্যান্ড মিশো। সম্প্রতি মিশোর একটা মাতৃপোশাক ফ্যাশন বিশ্বে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। ভারতের বাজারে বাড়ছে সোনার তৈরি পোশাক ও অনুষঙ্গের জনপ্রিয়তা। আর সে কারণেই এ ধরনের ফ্যাশন অনুষঙ্গে চেনা মুখ হয়ে উঠছেন ভারতীয় মডেলরা।  

গর্ভাবস্থাকে স্টাইলিশভাবে স্মৃতিময় করে রাখতে ফটোশুট এখন অনেকেই করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, গোল্ড প্লেটেড অফ শোল্ডার ব্রালেট দিয়ে শাড়ি পরেছেন এক অন্তঃসত্ত্বা নারী। গর্ভাবস্থা ঢেকেছেন সোনার তৈরি মোল্ড বা ছাঁচে
পশ্চিমা বিশ্ব থেকে ভারতের বাজারে ঢুকে পড়েছে সোনার তৈরি ব্রালেট
২৪ ক্যারেটের গোল্ড প্লেটেড ব্রোঞ্জ স্কাল্পচারে মডেল আয়েশা কাঙ্গা
সোনার গয়না আর পোশাক মিলেমিশে একাকার
মডেলিংয়েও বেশ জনপ্রিয় সোনার ব্রালেট। পার্টি ওয়্যার হিসেবেই বেশি চলছে
২৪ ক্যারেটের সোনা প্লেট করে বানানো এসব পোশাক। এগুলো সাধারণত কাস্টমাইজড করেই বানানো হয়
কিছু কিছু গয়না আর পোশাক মিলেমিশে একাকার। গয়নাকে পোশাক থেকে আলাদা করা কঠিন
এ ধরনের পোশাক যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে অন্তত ২০ লাখ টাকা
বিয়ের গাউনের ওপরের অংশ সোনা দিয়ে তৈরি করেছিলেন মার্কিন এক কনে। সাদা গাউনের টপে সোনালি মেটালিক অংশটা নজর কেড়েছিল
পোশাকের অংশ হিসেবে সোনার চেইনও ব্যবহৃত হচ্ছে। ব্যাগ, ঘড়ি এমনকি জুতায় ব্যবহৃত হয়েছে সোনা
অনেকেই স্টাইলিশ লুকের পোশাকের সঙ্গে ফিতার পরিবর্তে ব্যবহার করছেন সোনার তৈরি চেইন
এ ধরনের পোশাক তৈরির জন্য শুরুতে নিখুঁভাবে নেওয়া হয় শরীরের মাপ
এরপর সেই মাপে ভাস্কর্যের মতো করে ব্রেঞ্জ দিয়ে ছাঁচ বানানো হয়। এর ওপর করা হয় গোল্ড প্লেটিং
সবশেষে চলে ফিনিশিংয়ের কাজ। তারপর এটিকে পোশাকের সঙ্গে জুড়ে দেওয়া হয়