কাল বিজয়া দশমীতে সেজে ওঠুন লাল–সাদার বেশে

কাল বিজয়া দশমী, শারদীয় দুর্গাপূজার শেষ দিন। লাল-সাদায় সেজে ওঠার দিন। লাল-সাদায় আনন্দ আর শ্রদ্ধা—দুটি অনুভূতিই প্রকাশ পাবে। তবে গরদ পরেই যে উৎসবের এই রং দুটি ফুটিয়ে তুলতে হবে, এমন নয়। প্রতিমা বিসর্জনের দিন এই দুটি রং নানা ধরনের পোশাকের ওপর ফুটে উঠতে পারে। অনেকে চাঁপা সাদা কিংবা গাঢ় লাল রংটি বেছে নেন। লিখেছেন রয়া মুনতাসীর

মডেল : প্রিয়াম, পোশাক : ওয়ারা, গয়না : গ্লুড টুগেদার, সাজ : পারসোনা
ছবি : সুমন ইউসুফ

সব সময়ই আভিজাত্য প্রকাশ করে এসেছে সাদা। এই রঙের ওপর যে কোনো রংই স্বমহিমায় ফুটে ওঠে। আর লাল রং হলে সেটা যেন নিজে থেকেই মনে করিয়ে দেয় উৎসবের কথা। খাদি কাপড়ের ওপর ব্লক প্রিন্টে হাতা এবং কামিজের নিচের অংশে তুলে ধরা হয়েছে নকশা।

লম্বা কাটের আনারকলি কামিজটি সারা দিনের জন্য আদর্শ। উৎসবের ধারা এবং স্নিগ্ধতা দুটিই প্রকাশ পাবে। চুল বাঁধাই থাকুক। গরমে আরাম পাওয়া যাবে।

পোশাক : দেশাল

সারা দিনের জন্য কম বয়সীরা বেছে নিতে পারেন কাফতান, সঙ্গে ধুতি পায়জামা আনবে স্বাচ্ছন্দ্য। পাশাপাশি চিরায়ত ধারাটাও প্রকাশ পাবে।

পোশাক : বিবিয়ানা

সুতির লাল স্কার্ট আর পেছনে লম্বা, সামনে ক্রপটপ কাটের চাপা সাদা কুর্তাটি মানিয়ে যাবে দশমীর দিনে।

গয়না : গ্লুড টুগেদার

গলায় ভারী কাজের লম্বা মালা। কাঠের ব্যাগটি পুরো সাজে এনেছে ভিন্ন আমেজ।