ব্রেসলেটে এখন যেমন নকশা চলছে

ব্রেসলেটের নকশায় প্রতিবছরই আসে কিছু ভিন্নতা। এ বছরের নকশায়ও কোনো একটি ধারা প্রাধান্য পাচ্ছে না। তাই আপনার গয়নার বাক্সে বরং ৬-৭ ধরনের নকশার ব্রেসলেট থাকলেই ভালো। মিলিয়ে পরার রীতি যেমন থাকবে, তেমনি একটি দিয়েও তৈরি করতে পারবেন স্টাইল স্টেটমেন্ট।

যত বড় তত ভালো

এ বছর হাতে যত বড় ব্রেসলেট রাখতে পারবেন, তত ভালো। এ ধরনের বড় ব্রেসলেট সাধারণত পাশ্চাত্য পোশাকের সঙ্গেই বেশি মানাবে।
ছবি: সুমন ইউসুফ

চুড়ি

চুড়ির আকারে গড়া ব্রেসলেটগুলো এ বছর দেখা যাবে। রুপালি বা সোনালি, মোটা বা চিকন যেকোনো আকারের ব্রেসলেটগুলো যেকোনো জায়গা এবং পোশাকের সঙ্গে মানানসই।

একের বেশি

চাইলে একের অধিক ব্রেসলেটও পরতে পারবেন। রং, নকশায় থাকতে পারবে ভিন্নতা।

স্টেটমেন্ট ব্রেসলেট

যেকোনো জায়গাতেই মানিয়ে যাবে এ ধরনের ব্রেসলেট।

পাথরের ব্রেসলেট

নানা ধরনের পাথর বা বিডসের তৈরি ব্রেসলেটের ব্যবহার দেখা যাবে এ বছর। দাওয়াতে মানিয়ে যাবে এগুলো।