৬ মাসে তৈরি হয়েছে বাঁধনের জামদানি

৭৪তম কান চলচ্চিত্র উৎসবে লালগালিচার ‘আইকনিক’ সেই লুকের পর থেকেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন যেন জামদানির ‘অলিখিত’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই বাঁধন যে এ বছর মেরিল–প্রথম আলোর লালগালিচায় জামদানি শাড়িতে দেখা দেবেন, অনেকে আগেই তা ভেবেছিলেন। ২০২২ সালের মতো এ বছরও  তিনি দেখা দিলেন দেশি ফ্যাশন হাউস ‘নব’–এর নকশা করা জামদানিতে। ছবিতে দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

বাঁধনের পাইন গ্রিনরঙা জামদানিটির নকশা করেছেন ‘নব’–এর উদ্যোক্তা সীলমাত চিশতী। সমসাময়িক আধুনিক নিরীক্ষামূলক নকশাই ফুটে উঠেছে বুননে। আর সেটি বুনেছেন জামদানি তাঁতি মো. আলি আকবর। পরিকল্পনা, নকশা, বুনন—সব মিলিয়ে ছয় মাসে তৈরি হয়েছে শাড়িটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
জামদানি শাড়িতে খুব বেশি নিরীক্ষা করার সুযোগ থাকে না। আঁচল আর পাড়ে লাল, নীলসহ নানা রং নিয়ে খেলা হয়েছে
ডিজাইনার সীলমাত বলেন, ‘বাঁধন যখন আমাদের সঙ্গে তাঁর লুক নিয়ে যোগাযোগ করে, তখন আমরা চেয়েছি ফরমাল আবার লালগালিচার জন্যও মানানসই—এ রকম একটি লুক তৈরি করতে। চেয়েছি, এই গরমে জমকালো আয়োজনে বাঁধনের যেন ফুরফুরে একটা অনুভূতি হয়। শাড়ি, জুয়েলারি, চুলের স্টাইল—সবকিছু মিলিয়ে আমরা একটা ছিমছাম, মিনিমালিস্টিক লুক চেয়েছি। তবে আমি চেয়েছি, বাঁধন চুলটায় যেন একটা “মেসি বান” করে।’
বাঁধনের স্টাইলিং করেছেন সীলমাত চিশতী ও শানিলা মেহ্জাবিন। সীলমাত বলেন, ‘বাঁধন আমাদের খুবই প্রিয় তারকা। তার স্টাইলিং করতে পারা আমাদের জন্য আনন্দের।’
বাঁধনের চোকারটি নেওয়া হয়েছে দেশি জুয়েলারি ব্র্যান্ড আমিশে থেকে। মেকআপ করেছেন নাভিন আহমেদ
বাঁধন এলোমেলোভাবে চুল বেঁধে খোঁপায় জড়িয়েছিলেন বেলি ফুল। বললেন, ‘বেলি আমার খুব পছন্দ। আমি প্রায়ই সুগন্ধি আর মাথার গয়নার বদলে বেলি ফুল পরি।’
নিজের স্টাইল দিয়ে নজর কাড়ার পাশাপাশি ‘গুটি’ ওয়েব সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রীর সমালোচনা পুরস্কারও জেতেন তিনি