৭৪তম কান চলচ্চিত্র উৎসবে লালগালিচার ‘আইকনিক’ সেই লুকের পর থেকেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন যেন জামদানির ‘অলিখিত’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই বাঁধন যে এ বছর মেরিল–প্রথম আলোর লালগালিচায় জামদানি শাড়িতে দেখা দেবেন, অনেকে আগেই তা ভেবেছিলেন। ২০২২ সালের মতো এ বছরও তিনি দেখা দিলেন দেশি ফ্যাশন হাউস ‘নব’–এর নকশা করা জামদানিতে। ছবিতে দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।