প্যারিসে হলিউড তারকাদের ভিড়, কে কী পরলেন

প্যারিস ফ্যাশন উইকের পর্দা নেমেছে ৩ অক্টোবর। এ উপলক্ষে প্যারিসে জড়ো হয়েছিলেন হলিউড-বলিউডের অভিনয়শিল্পী থেকে শুরু করে সংগীতশিল্পী, খেলার জগতের তারকারা। ধর্মঘট শেষ হওয়ায় আবার ক্যামেরার সামনে আস্তে আস্তে ফিরতে শুরু করেছেন হলিউডের তারকারা। প্যারিস ফ্যাশন উইকের অব্যবস্থাপনা অনেকটাই আড়ালে পড়ে গেছে তারকাদের ফ্যাশন আর স্টাইলের কাছে। ছবিতে ছবিতে দেখে নিন প্যারিস ফ্যাশন উইকের সেরা পোশাকগুলো—

ফ্যাশন উইকে জেন্ডায়ার আগমন মানেই আয়োজনের সেরা পোশাকটা তাঁর নামে বরাদ্দ করে ফেলা। কয়েক বছর ধরে এটিই যেন সত্য। হলিউডের এই অভিনেত্রী এখন আক্ষরিক অর্থেই ফ্যাশনের রানি। লুই ভুইতোঁর সাদা গাউনে হাজির হয়েছিলেন জেন্ডায়া। মাটিছোঁয়া গাউনে ছিল ডাবল জিপার
ছবি: ইনস্টাগ্রাম
হলিউডের অভিনেত্রী ফ্লোরেন্স পিউ প্যারিসে এসেছিলেন ভ্যালেন্টিনোর বেবি পিঙ্ক স্যুটে। ভ্যালেন্টিনোর গ্রীষ্ম কালেকশনের অংশ এই পোশাক
প্যারিস ফ্যাশন উইকে প্যারিস হিলটন থাকবেন না, এমনটা কি হয়? প্যারিস হিলটন এসেছিলেন পুরোপুরি বার্বি সাজে। ভ্যালেন্টিনোর বার্বি পিঙ্ক পোশাকের অংশ
প্রায় ৮০ ছুঁই ছুঁই অভিনেত্রীর নাম যখন প্যারিস ফ্যাশন উইকে ঘোষণা করা হলো, সবাই তখন একটা চমকের অপেক্ষা করছিলেন। হতাশ করেননি ব্রিটিশ এই অভিনেত্রী। আরেক ব্রিটিশ অভিনেত্রী এল ফ্যানিংয়ের সঙ্গে লরিয়েলের শোতে আসেন তিনি। চুমকির কাজ করা ধূসর পোশাকে বড় বড় মডেলদেরও পেছনে ফেলেছেন তিনি
‘আয়রন ম্যান’–খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র অনেক দিন পর কোনো ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন। স্ত্রী সুজান ডাউনির সঙ্গে জুটি করে স্টেলা ম্যাককার্থির শো দেখতে হাজির হয়েছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা
অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট দেখা দেন ব্রিটিশ ফ্যাশন হাউস আলেকজান্ডার ম্যাককুইনের পোশাকে। লাল-কালোর মিশ্রণে তৈরি পোশাকটিতে ছিল হ্যালোইনের ছোঁয়া। অভিনেত্রীর কাছে হ্যালোইন যেন একটু আগেই চলে এসেছে
অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো এসেছিলেন ইতালিয়ান ফ্যাশন হাউস শিয়াপেরেল্লির পোশাকে। শিয়াপেরেল্লির তৈরি কালো স্যুটে ছিল সোনালি আভা। বলতেই হবে, মালয়েশীয় এই অভিনেত্রীর সঙ্গে কালো লুক বেশ ভালো মানিয়েছে
বরাবরই নিজের উদ্ভট পোশাক–আশাকের জন্য খ্যাত জ্যারেড লেটো। ফ্রেঞ্চ ফ্যাশন হাউস গিভয়শের কালো স্যুটে দেখা দেন এই মার্কিন এই অভিনেতা
ফ্রেঞ্চ ফ্যাশন হাউস ডিওরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। সাদা শার্ট, কালো স্কার্ট আর কালো চামড়ার জ্যাকেটের সঙ্গে সানগ্লাস। সাধারণ একটি লুককেও কীভাবে অসাধারণ করতে হয়, খুব ভালোভাবেই জানেন লরেন্স
‘ব্যাটম্যান’ অভিনেতা রবার্ট প্যাটিনসন প্যারিসে এসেছিলেন ডিওরের মডেল হিসেবে। বেবি পিঙ্ক শার্টের সঙ্গে ওভারসাইজ ধূসর কোট
বন্ডগার্ল–খ্যাত অভিনেত্রী আনা ডে আরমাস হাজির হয়েছিলেন লুই ভুইতোঁর আমন্ত্রণে। প্যারিস ফ্যাশন উইকে স্বর্ণালি আভা ছড়িয়েছেন স্প্যানিশ এই অভিনেত্রী
নিজের ‘ওয়েনসডে’ সত্ত্বা থেকে যে এখনো বের হতে পারেননি, জেনা ওর্তেগার পোশাকে তার প্রমাণ মিলল। ডিওরের নেভি ব্লু স্যুটে দেখা গেছে তরুণ এই অভিনেত্রীকে
টেনিস তারকা ভেনাস উইলিয়ামসও হাজির হয়েছিলেন লুই ভুইতোঁর সাজে। তার পরনে ছিল লুই ভুইতোঁর গ্রীষ্ম কালেকশনের পোশাক