প্রেমিকের অনুপ্রেরণায় মডেলিংয়ের শুরু, সেখান থেকেই ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’

সময়ের সঙ্গে মডেলিংয়ে বাড়ছে গ্রহণযোগ্যতা। সব গৎবাঁধা নিয়ম গুঁড়িয়ে বিশ্ব মডেলিংয়ের ইন্ডাস্ট্রিতে বিবাহিত নারী, ‘প্লাস মডেল’ আর কৃষ্ণাঙ্গ মডেলরা ছড়াচ্ছেন আলো। এ বছর ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মুকুট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৬৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট উঠেছে ভারতীয় মডেল সারগাম কৌশলের মাথায়। তার আগে ২০০১ সালে ভারত থেকে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকর প্রথমবার এ মুকুট অর্জন করেন। অদিতি এ বছর ছিলেন বিচারকের আসনে। ১৯৮৪ সাল থেকে চার দশকে মাত্র দুজন ভারতীয়র মাথায় উঠেছে মিসেস ওয়ার্ল্ডের সম্মানজনক মুকুট। জেনে নেওয়া যাক সারগাম কৌশলের সম্পর্কে।
১৯৯০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের জম্মুতে জন্মগ্রহণ করেন সারগাম। ছোটবেলা থেকেই তাঁর বাবা-মায়ের ইচ্ছা ছিল, সারগাম যেন মডেলিং করেন। ‘মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া’তে অংশ নেন। ছবিতে মায়ের সঙ্গে সারগাম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কিন্তু সারগামের ইচ্ছা ছিল যে তিনি ভালোভাবে পড়াশোনা শেষ করবেন। জম্মু বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ছোট ভাইয়ের সঙ্গে সারগাম
পড়াশোনার পাট চুকিয়ে সারগাম কে জি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা শুরু করেন। বাচ্চাদের ইংরেজি পড়িয়েই খুশি ছিলেন তিনি। তাই আর মডেলিংয়ের দিকে পা বাড়াননি
২০১৬ সালে প্রেমিক আদিত্য শর্মার অনুপ্রেরণায় মডেলিং শুরু করেন সারগাম কৌশল। প্রথমবারই রানওয়েতে হেঁটে তাঁর মনে হয়েছিল যে চাইলে তিনি মডেলিং করেও জীবিকা নির্বাহ করতে পারবেন। তবে শিশুদের ইংরেজি পড়াতেই বেশি ভালোবাসতেন। তাই সময়-সুযোগ মিললে মাঝেমধ্যে শখের বশে মডেলিং করতেন
২০১৫ সাল থেকে আদিত্য শর্মার সঙ্গে প্রেম সারগামের। ২০১৮ সালে এই জুটি বিয়ে করেন। বিয়ের পর সারগামের স্বামী ভারতীয় নৌবাহিনীর অফিসার বদলি হয়ে যান মুম্বাই। তাই সারগামকেও জম্মু থেকে মুম্বাই চলে আসতে হয়। মুম্বাই এসে সারগাম মডেলিংকে ‘সিরিয়াসলি’ নেন
‘মিসেস ওয়ার্ল্ড ইন্ডিয়া’-এর রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন তাঁর জীবনসঙ্গী
৫ মাস আগে ভারতের সবাইকে পেছনে ফেলে ‘মিসেস ওয়ার্ল্ড ইন্ডিয়া’র মুকুট ওঠে সারগামের মাথায়। তখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘মিসেস ওয়ার্ল্ড’-এর কেমন হতে পারে ভারতের অবস্থান? উত্তরে হেসে বলেছিলেন, ‘আপাতত আমি কেবল এই মুহূর্তটা উপভোগ করতে চাই। মিসেস ওয়ার্ল্ড নিয়ে ভাবছিই না!’
সারগামকে শুভেচ্ছা জানিয়ে মিসেস ইন্ডিয়ার এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘দীর্ঘ অপেক্ষার ইতি ঘটল। ২১ বছর পর আমরা মুকুট ফিরে পেলাম।’
ন্যাশনাল ড্রেসের দিন ভারতের জাতীয় পাখি ময়ূরের আদলে বানানো পোশাক। এই পোশাকটি দারুণ আলোচনায় আসে
কাশ্মীরের ঐতিহ্যবাহী পোশাকেও দেখা দিয়েছেন তিনি
এই পোশাকটির ডিজাইনও দারুণ সমাদৃত হয় আন্তর্জাতিক মহলে
নিজের এই অর্জনকে কাজে লাগিয়ে শিমুদের জন্য কাজ করতে চান সারগাম
৫ ফুট সাড়ে ৭ ইঞ্চি উচ্চতার সারগাম কৌশলই মিসেস ওয়ার্ল্ড ২০২২। সারগাম লেখালিখি করেন। গান করেন ও নাচেন। তিনি বর্তমানে একটা এনজিওর সঙ্গে ক্যানসারে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করছেন