সময়ের সঙ্গে মডেলিংয়ে বাড়ছে গ্রহণযোগ্যতা। সব গৎবাঁধা নিয়ম গুঁড়িয়ে বিশ্ব মডেলিংয়ের ইন্ডাস্ট্রিতে বিবাহিত নারী, ‘প্লাস মডেল’ আর কৃষ্ণাঙ্গ মডেলরা ছড়াচ্ছেন আলো। এ বছর ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মুকুট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৬৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট উঠেছে ভারতীয় মডেল সারগাম কৌশলের মাথায়। তার আগে ২০০১ সালে ভারত থেকে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকর প্রথমবার এ মুকুট অর্জন করেন। অদিতি এ বছর ছিলেন বিচারকের আসনে। ১৯৮৪ সাল থেকে চার দশকে মাত্র দুজন ভারতীয়র মাথায় উঠেছে মিসেস ওয়ার্ল্ডের সম্মানজনক মুকুট। জেনে নেওয়া যাক সারগাম কৌশলের সম্পর্কে।