অস্কারে মেয়েদের ৭টি শ্রেষ্ঠ পোশাক

তারকাদের পোশাকে ছিল আধুনিক আর ঐতিহ্যের মিশেল

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠান বাংলাদেশ সময় গতকাল সোমবার হয়ে গেলেও তারকাদের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে এখনো। দেখে নেওয়া যাক সেরা পোশাকগুলোর একঝলক।

রাফ লরেনে মালালা ইউসুফজাই

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’–এর নির্বাহী প্রযোজক হিসেবে লালগালিচায় হাঁটেন মালালা ইউসুফজাই। রাফ লরেন ব্র্যান্ডের একটি পোশাক পরে এসেছিলেন তিনি। প্রথম দেখাতেই পোশাকটি ভালো লাগার মতো। পুরো পোশাকজুড়েই ছিল রুপালি চুমকির ঠাসা কাজ। গাউনটির সঙ্গে হুড লাগানো ছিল। পোশাকটি মালালার শক্তিশালী ব্যক্তিত্ব পুরোপুরি তুলে ধরতে পেরেছে।

মালালা ইউসুফজাই

গোলাপকন্যা নিকোল কিডম্যান

লালগালিচার আশপাশের অনেক জায়গা গোলাপ ফুল দিয়ে সাজানো থাকে। আসল ফুলের থেকে অভিনেত্রী নিকোল কিডম্যানের পোশাকে লাগানো বড় আকারের কালচে ফুলগুলো যেন বেশি নজর কাড়ছিল। কাঁধ আর ঊরুতে ভারী গোলাপগুলো সাবলীলভাবে বহন করেছেন কিডম্যান। আরমানি প্রিভে গাউনটি এক দিকে ফাড়া ছিল। নিকোলের চেহারায় ফুটে উঠেছিল আত্মবিশ্বাস আর পোশাকটির প্রতি ভালো লাগা।

নিকোল কিডম্যান

ভার্সাচের পোশাকে লেডি গাগা

শিল্পী লেডি গাগার পোশাকটি ডোনাটেলা ভার্সাচের ২০২৩ সালের শরৎ সংগ্রহ থেকে নেওয়া। গত সপ্তাহেই লস অ্যাঞ্জেলেসে ডোনাটেলা ভার্সাচের ফ্যাশন শোতে পোশাকটি পরেছিলেন গিগি হাদিদ। লালগালিচায় লেডি গাগার পোশাকে প্রায় সময়ই থাকে কোনো না কোনো নাটকীয়তা। তবে এবারের পোশাকে সে রকম কোনো উচ্চকিত ভাব ছিল না। এবার তাঁর ব্যক্তিত্বই যেন কথা বলছিল স্পষ্ট করে। কর্সেট বডিজের এই গাউনের পেছনের অনেকটা অংশই ছিল প্রলম্বিত। কালো রঙের স্বচ্ছ এবং ভারী কাপড় দিয়ে বানানো হয়েছে পুরো পোশাক। স্বচ্ছ কাপড়ের ভেতর দিয়ে কাঁধে আঁকা ট্যাটুও বোঝা যাচ্ছিল বেশ ভালোভাবেই। পোশাকটির সঙ্গে পঞ্চাশের দশকে নকশা করা টিফানির একটি ভিনটেজ হীরার নেকলেস বেছে নিয়েছিলেন গাগা।

লেডি গাগা

লুই ভুঁইতোতে কেট ব্ল্যানচেট

অস্কারের জন্য লালগালিচায় লুই ভুঁইতোর সংগ্রহশালা থেকে একটি কালার ব্লক পোশাক পরে এসেছিলেন কেট ব্ল্যানচেট। ড্রেপিং করা নীল টপের কাঁধের অংশে প্যাড বসানো ছিল। এতে করে পুরো পোশাকটিতে চলে আসে শক্তিশালী ভাব। সঙ্গে পরেছিলেন কালো স্কার্ট। স্কার্টটির পেছনের নিচের অংশ অনেকখানি লম্বা। হীরার কানের দুলটিও একই প্রতিষ্ঠানের।

কেট ব্ল্যানচেট

আলায়ায় আলোকিত রিহানা

রিহানার জন্যই পোশাকটি যত্ন করে বানিয়েছে আলেয়া ব্র্যান্ড। চামড়ার স্কার্টটির ওপর স্বচ্ছ কাপড়ের একটি টপ পরেছিলেন তিনি। চুল ছিল আঁটসাঁট করে বাঁধা। এর আগে সুপারবোলে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি বেশ নাটকীয়ভাবেই প্রকাশ করেন তিনি। অস্কারের অনুষ্ঠানে এবার মাতৃত্বকেই প্রকাশ করলেন তিনি।

রিহানা

এলি সাবের গাউনে কারা ডেলভিন

ব্রিটিশ অভিনেত্রী কারা ডেলভিন পরেছিলেন এলি সাব–ব্রান্ডের লাল রঙের এক পাশ কাটা একটা গাউন। গাউনটির অলংকৃত এক পাশে যুক্ত করা ছিল রাফেল। সঙ্গে পরেছিলেন স্টুয়ার্ট ওয়েটজম্যানের লাল হিল। অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছিলেন বুলগারির গয়না। কাঁধের বড় ফুলটিও যেন অলংকরণ হিসেবে কাজ করছিল। গাউনের নিচের অংশেও ছিল বেশ নাটকীয়তা। গ্লামবটে তিনি যখন পোশাক উড়িয়ে দিলেন, দেখা গেল লাল সাটিনের নিচে কালো নেটের স্তর, যার মাধ্যমে গাউনটিকে ফোলানো হয়েছে।

কারা ডেলভিন

কালো গাউনে দীপিকা পাড়ুকন

লুই ভুঁইতোর কালো মখমলের মারমেইড কাটের গাউন পরেছিলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গলায় ছিল কারটিয়ে ব্র্যান্ডের গয়না। হাতে কালো অপেরা গ্লাভসের ওপর হীরার আংটি। চোখের কাজল ছিল টানা। মাথায় উঁচু করে বাঁধা অগোছালো বান ছিল লালগালিচা লুকের অন্যতম হাইলাইট। পাঠান অভিনেত্রী তাঁর অস্কার সাজের জন্য বেছে নিয়েছিলেন ক্ল্যাসিক লুক। অভিনেত্রীর ঘাড়ে তাঁর বিউটি ব্র্যান্ড দ্বারা অনুপ্রাণিত একটি নতুন ট্যাটুও ছিল। শালিনা নাথানির স্টাইলে সেজেছিলেন দীপিকা।

দীপিকা পাড়ুকন