রাজ–পরী কী পরে এসেছিলেন

৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২২। এই অনুষ্ঠানে এসেছিলেন অভিনয়শিল্পী শরীফুল রাজ এবং পরীমনি দম্পতি। কেমন ছিল তাঁদের সাজপোশাক, দেখুন এই আয়োজনে।

কাতান শাড়িতে পরীমনি

শাড়িতে স্নিগ্ধ পরীমনি
ছবি: কবির হোসেন

ছেলে রাজ্যকে নিয়ে এসেছিলেন অভিনেত্রী পরীমনি। পরেছেন নিজের ডিজাইনে তৈরি কাতান শাড়ি। কানে ছিল আড়ংয়ের দুল। অনুষ্ঠানে নিজের মেকআপ নিজেই করেছিলেন। মাঝখানে সিঁথি করে টেনে বাধা চুলে সেদিন আরামদায়ক আর স্নিগ্ধ সাজে ছেলেকে কোলে নিয়ে ঘুরে বেড়িয়েছেন এই নায়িকা।

ক্যাজুয়াল বাবা–ছেলে

বাবা শরীফুল রাজের কোলে রাজ্য

অনুষ্ঠান শুরু হওয়ার বেশ পরে আসেন অভিনেতা শরীফুল রাজ। সাদা–কালো উলে বোনা শার্টের সঙ্গে পরেছিলেন আরেকটি কালো কোট। এসেই ছেলেকে কোলে তুলে নিলেন। রাজ্য এদিন সাদা টি–শার্টের ওপর জিনসের রম্পার পরে কোলে কোলে ঘুরেছে।