সাত মাস ধরে চলছে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা। এর মধ্যে ১২ জুলাই হয়ে গেল বিয়ের মূল আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব বিয়ের বিভিন্ন পর্বের সেসব ছবি–ভিডিও। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, স্ত্রী চেরি ব্লেয়ার, মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও সুপারমডেল কিম কার্ডাশিয়ান, বোন কোল কার্ডাশিয়ান থেকে শুরু করে বলিউড ও দক্ষিণ ভারতীয় তারকা, ক্রিকেট তারকা, রাজনীতিবিদ, ধনকুবের—কে নেই সেখানে! দেখে নেওয়া যাক আম্বানিবাড়ির নারীদের জাঁকজমকপূর্ণ সাজগোজ ও ভাইরাল ছবিগুলো।