বিয়েবাড়ি থেকে আম্বানিদের যেসব ছবি ঘুরে বেড়াচ্ছে ‘ভাইরাল’ হয়ে

সাত মাস ধরে চলছে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা। এর মধ্যে ১২ জুলাই হয়ে গেল বিয়ের মূল আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব বিয়ের বিভিন্ন পর্বের সেসব ছবি–ভিডিও। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, স্ত্রী চেরি ব্লেয়ার, মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও সুপারমডেল কিম কার্ডাশিয়ান, বোন কোল কার্ডাশিয়ান থেকে শুরু করে বলিউড ও দক্ষিণ ভারতীয় তারকা, ক্রিকেট তারকা, রাজনীতিবিদ, ধনকুবের—কে নেই সেখানে! দেখে নেওয়া যাক আম্বানিবাড়ির নারীদের জাঁকজমকপূর্ণ সাজগোজ ও ভাইরাল ছবিগুলো।

তখন বিয়ের আনুষ্ঠানিকতা সবে শেষ। আম্বানিবাড়ির ছোট পুত্রবধূ রাধিকা মুখে আঙুল দিয়ে কী যেন ভাবছেন, পেছনে দেখা যাচ্ছে বর অনন্ত আম্বানিকে। কী ভাবছেন রাধিকা, সেটাও আন্দাজ করছেন অনেকেই। লিখছেন মজার মজার সব কথা!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এক ফ্রেমে আম্বানি পরিবার—বাঁ থেকে বড় পুত্র আকাশ আম্বানি, পুত্রবধু শ্লোকা আম্বানি, শ্লোকার কোলে তাঁর কন্যা ভেদা আকাশ আম্বানি ও নিচে দাঁড়ানো পুত্র পৃথ্বী আকাশ আম্বানি, অনন্ত আম্বানি, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ইশা আম্বানি এবং ইশার জীবনসঙ্গী আনন্দ পিরামল
বিয়ের আয়োজনে ভাইরাল রাধিকা মার্চেন্ট ও ছোট বোন অঞ্জলি মার্চেন্টের ছবি। কে কত সুন্দরী, তা নিয়ে চলছে বিশ্লেষণ। অবশ্য দর্শক রিঅ্যাকশনে রাধিকাই জয়ী হয়েছেন
নাচছেন দুই বোন
বিদায় অনুষ্ঠানের সময় রাধিকার পরনে ছিল মনীশ মালহোত্রার নকশা করা এই ঘাগরা
কিম কার্দাশিয়ানের হাত ধরে মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নীতা আম্বানি
মনীশ মালহোত্রার নকশা করা শাড়ি পরে চুলে ফুল জড়িয়েছেন নীতা আম্বানি
নানির গয়নায় রাজকীয় লুকে আম্বানিবাড়ির বড় পুত্রবধূ শ্লোকা মেহতা, শাড়িটি নকশা করেছেন মাসাবা গুপ্তা
ছোট পুত্রের বিয়েতে নিজেদের বিয়ের ছবির সঙ্গে ছবি তুলেছেন নীতা। যেন বিশেষ দিনে পুরোনো স্মৃতিকেই ঝালিয়ে নিলেন, নতুনভাবে সামনে আনলেন। এই ছবিতে অবশ্য অনেকে মুকেশ আম্বানিকে ‘মিস’ করেছেন
হলুদের অনুষ্ঠানে অনন্ত ও রাধিকা। গায়েহলুদে কি এবার ট্রেন্ডে থাকবে ফুলের তৈরি ওড়না?
রাধিকার এই ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন, তাঁর চেহারার সঙ্গে নাকি বলিউড তারকা শ্রদ্ধা কাপুর আর রাশমিকা মান্দানার অনেক মিল!
ইশার এই ভরাট হীরার নেকলেসের দাম কত, তা নিয়ে চলছে জল্পনাকল্পনা