কয়েক দিন ধরেই আলোচনায় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে। বলিউডের এই তারকা যুগলের বিয়েতে যেন বসেছিল তারকাদের মেলা। তাঁদের মধ্যে কয়েকজন সাজপোশাকে সবার নজর কেড়েছেন। ছবিতে ছবিতে জানা যাক তাঁরা কারা
লেখা: নাবীল আল জাহান
কালো শার্ট-প্যান্টের ওপরে সিকুইন বসানো ব্লেজার পরেছিলেন শহীদ কাপুর। আর মীরা রাজপুত পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক