সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে

সাজপোশাকে নজর কাড়লেন যাঁরা

কয়েক দিন ধরেই আলোচনায় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে। বলিউডের এই তারকা যুগলের বিয়েতে যেন বসেছিল তারকাদের মেলা। তাঁদের মধ্যে কয়েকজন সাজপোশাকে সবার নজর কেড়েছেন। ছবিতে ছবিতে জানা যাক তাঁরা কারা

কালো শার্ট-প্যান্টের ওপরে সিকুইন বসানো ব্লেজার পরেছিলেন শহীদ কাপুর। আর মীরা রাজপুত পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
আরেক অনুষ্ঠানে মীরা সেজেছিলেন সাদার আভিজাত্যে। সালোয়ার-কামিজটার ডিজাইনার ফারাজ মানান
মীরার সাদার বিপরীতে শহীদ সেজেছিলেন নীলে। দুই সাজেই সবার নজর কেড়েছিলেন তাঁরা।
পাঞ্জাবির সঙ্গে লম্বা মখমলি কটি আর অ্যাম্ব্রয়ডারি নকশা করা উত্তরীয় ঝুলিয়ে বিয়েতে এসেছিলেন করণ জোহর। পোশাকটির ডিজাইনার মনীশ মালহোত্রা
আরেক অনুষ্ঠানে কে জো পরেছিলেন এই রুপালি শেরওয়ানি। এটাও তাঁর বন্ধু মনীশের ডিজাইন করা
জুহি চাওলা এসেছিলেন শ্যামল অ্যান্ড ভূমিকার এই ঘারারা পরে
মেহেদি পর্বে জুহি পরেছিলেন সারারা। জরির নকশা করা পোশাকটি গোপী বাইদের
প্রিয় বান্ধবী কিয়ারার বিয়েতে ইশা আম্বানি পরেছিলেন অনামিকা খান্নার নকশা করা পোশাক