পয়লা বৈশাখে শাড়ি পরার ধরনে আনতে পারেন ভিন্নতা

বাঙালির যে কোনো উৎসবে পুরুষের যেমন পাঞ্জাবি, মেয়েদের তেমনি শাড়ি—না হলে যেন চলেই না। তাঁত থেকে সিল্ক, জামদানি থেকে মসলিন—শাড়িতে আমাদের কত না বৈচিত্র্য! শুধু বুননেই নয়, শাড়ি পরার ধরনেও এসেছে বৈচিত্র্য। কুঁচি আর ভাঁজের নানা কৌশলে শাড়ি পরার স্টাইলে আনা হচ্ছে ভিন্নতা। চলুন দেখে নিই তেমনি একটি স্টাইল।

মডেল: শিরিন শিলা, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, সাজ: পারসোনা
ছবি : কবির হোসেন

শাড়ির সঙ্গে বৈশাখের যেন সই পাতানো সম্পর্ক। যে মেয়েটি সারা বছর হয়তো ছুঁয়েও দেখে না শাড়ি, দেখা যায়, পয়লা বৈশাখে তার কেনাকাটার তালিকায় প্রথমেই থাকে শাড়ির নাম।

মডেল: শিরিন শিলা, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, সাজ: পারসোনা

বৈশাখে এখন পর্যন্ত সুতি শাড়ির জনপ্রিয়তা শীর্ষে আছে। শাড়ি পরার কায়দায় এখন নানা বৈচিত্র্য দেখা যায়। শাড়ির কুঁচি আর আঁচলের ভাঁজের নানা কৌশলে শাড়ি পরার ধরনে পয়লা বৈশাখের সাজে আনতে পারেন ভিন্নতার ছোঁয়া।

মডেল: শিরিন শিলা, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, সাজ: পারসোনা

ছবির শাড়িটি টাঙ্গাইলের খাদি কটনে তৈরি। গতানুগতিক ধারায় শাড়িটি পরা হয়েছে। তবে ভিন্নতা আনা হয়েছে আঁচলের ভাঁজে।

আঁচলে প্লিট কুঁচি করে গলার পেছন দিক থেকে ঘুরিয়ে সামনে নিয়ে আসতে হবে (অনেকটা মাফলারের মতো)। এবার শাড়ির ওপরে একটা লম্বা কোটি জড়িয়ে নিলেই সাজে আসবে উৎসবের আমেজ।