সংগীতে হীরা–মুক্তাখচিত পোশাকে আম্বানিবাড়ির নারীরা

একে একে মঞ্চে এলেন আম্বানি বাড়ির চার পুরুষ—মুকেশ আম্বানি, আকাশ আম্বানি, অনন্ত আম্বানি ও আনন্দ পিরামল। এলেন তাঁদের জীবনসঙ্গী নীতা আম্বানি, শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট ও ইশা আম্বানি। নাচলেন ‘ওম শান্তি ওম’ গানে। মূল গানে যেমন বলিউডের একঝাঁক তারারা অংশ নিয়েছেন, এখানেও তেমন। আম্বানি বাড়ির এই নারী ও পুরুষেরা ‘ওম শান্তি ওম’ গানের একটা ‘আম্বানি ভার্সন’ তৈরি করলেন। স্টেজে নেচে দর্শকদের মন জয় করেছেন হবু বধূ রাধিকা মার্চেন্ট। এদিকে সালমান খান, এম এস ধোনি আর রণবীর সিংয়ের নাচও ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। রাত জমিয়েছেন বাদশাহ। একনজরে দেখে নেওয়া যাক আম্বানিদের সংগীত অনুষ্ঠানে জাস্টিন বিবার ও আম্বানিদের সাজপোশাক।

বাবা হতে চলা জাস্টিন বিবার নিজেই প্রকাশ করেছেন বেশ কয়েকটি ছবি। পরনে ছিল স্যান্ডো গেঞ্জি, ওপরে ওভারসাইজড জ্যাকেট, কালো ট্রাউজার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
চোখে ফ্যান্সি রোদচশমা, মাথায় বেসবল ক্যাপ আর পায়ে কাউবয় বুট সম্পূর্ণ করেছে বিবারের লুক
বিবার গেয়েছেন, সঙ্গে গেয়েছেন অন্যরাও
ছবিগুলো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। অনন্ত ও রাধিকার সঙ্গে বিবার
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট
মা (ডানে) ও বোনের সঙ্গে রাধিকা
বেবি গানের সঙ্গে কীভাবে গলা মিলিয়েছে অন্যরা, সেই ভিডিওর ভিউ হয়েছে কয়েক মিলিয়ন
বেশ কয়েকটি ছবিতে বিবারকে দেখা যাচ্ছে আম্বানিদের সঙ্গে
হবু বর অনন্ত আম্বানির সঙ্গে আলাদা করে গল্পও করেছেন বিশ্ব সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র
ঝলমল করছেন নীতা আম্বানি
বোলে চুরিয়া গানে কারিনা কাপুর খানের লুকটাকেই তুলে ধরেছেন আম্বানি বাড়ির বড় বধূ শ্লোকা মেহতা
শ্লোকা মেহতা
আইভরি রঙের মুক্তা বসানো আরেকটি শাড়িতেও দেখা দেন শ্লোকা। সেটি তামারা রালফ থেকে নেওয়া
হবু কনে রাধিকা মার্চেন্টকে এদিন বেশ কয়েকটি পোশাকে দেখা গেছে। তবে নেচেছেন আবু জানি–দীপক খোসলার নকশা করা ঝলমলে লেহেঙ্গায়
পোশাকে জ্বলজ্বল করছে হীরা
মনীশ মালহোত্রার নকশা করা একটি রূপালী ঝলমলে শাড়িতেও দোখা দেন রাধিকা
মনীশ মালহোত্রার নকশা করা হীরা আর পান্নায় তৈরি একটি লেহেঙ্গায় দেখা গেছে ইশা আম্বানিকে
কোরাল থিমের ১ লাখ ৬০ হাজার রূপার ক্রিস্টালে তৈরি আরেকটি লাল লেহেঙ্গায়ও দেখা দেন ইশা
একরঙা উজ্জ্বল রয়েল ব্লু শাড়িতেও দারুণ লাগছিল ইশাকে
এই শাড়িতেই আবার দুটো আলাদা লুকে দেখা গেছে তাঁকে। একটিতে একই রঙের ব্রালেটে, আরেকটিতে ঝলমলে রূপালি ব্লাউজে। ব্লাউজের এক্সটেনশন চোখে পড়ার মতো। এর সঙ্গে হীরার গয়না দিয়ে স্টাইলিং করেছেন আনিতা শ্রফ আদাজানিয়া