একে একে মঞ্চে এলেন আম্বানি বাড়ির চার পুরুষ—মুকেশ আম্বানি, আকাশ আম্বানি, অনন্ত আম্বানি ও আনন্দ পিরামল। এলেন তাঁদের জীবনসঙ্গী নীতা আম্বানি, শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট ও ইশা আম্বানি। নাচলেন ‘ওম শান্তি ওম’ গানে। মূল গানে যেমন বলিউডের একঝাঁক তারারা অংশ নিয়েছেন, এখানেও তেমন। আম্বানি বাড়ির এই নারী ও পুরুষেরা ‘ওম শান্তি ওম’ গানের একটা ‘আম্বানি ভার্সন’ তৈরি করলেন। স্টেজে নেচে দর্শকদের মন জয় করেছেন হবু বধূ রাধিকা মার্চেন্ট। এদিকে সালমান খান, এম এস ধোনি আর রণবীর সিংয়ের নাচও ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। রাত জমিয়েছেন বাদশাহ। একনজরে দেখে নেওয়া যাক আম্বানিদের সংগীত অনুষ্ঠানে জাস্টিন বিবার ও আম্বানিদের সাজপোশাক।