আম্বানির ছেলের বিয়েতে কেমন সাজে হাজির হলেন তারকারা

ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে ধনীদের একজন মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তিন দিনের প্রি–ওয়েডিং সেলিব্রেশনে অংশ নিতে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিরা জড়ো হয়েছেন গুজরাটের জামনগরে। একনজরে দেখে নেওয়া যাক কয়েকজন তারকার ছবি।ছবি: এএফপি

জীবনসঙ্গী সাইফ আলী খান আর বড় পুত্র তৈমুরকে নিয়ে জামনগরে কারিনা কাপুর
ছবি: এএফপি
এয়ারপোর্টে কাপুর ও খানেরা
ইব্রাহিম আলী খান ও সারা আলী খানের ছবির একটাই ক্যাপশন— ‘সিবলিং গোল’
মহেন্দ্র সিং ধোনিও স্ত্রী সাক্ষীকে নিয়ে সাক্ষী হয়েছেন অনন্ত-রাধিকার প্রি–ওয়েডিং ফেস্টিভ্যালে
আলিয়া ভাট
হবু শ্বশুরের সঙ্গে রাধিকা মার্চেন্ট
মার্ক জাকারবার্গ আর প্রিসিলা চ্যাং মিলিয়ে কালোয় জমকালো
সোনম কাপুর
মেরিলিন মনরোর লুক ‘রিক্রিয়েট’ করেছেন নীতা আম্বানি
নীতা আম্বানি আর মুকেশ আম্বানি দুজনই মিলিয়ে পোশাক পরেছেন। তাঁদের পোশাক ডিজাইন করেছেন আবু জানি-সন্দ্বীপ খোসলা ডিজাইনার জুটি
‘ধড়ক’ সিনেমার ‘জিঙ্গাত’ একসঙ্গে নেচেছেন রিয়ানা আর জাহ্নবী কাপুর। তিন দিনের আয়োজনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই দুজনের নাচের ভিডিও
অফশোল্ডার মারমেইড গাউনে আম্বানি বাড়ির মেয়ে ইশা আম্বানি
আম্বানি বাড়ির বড় পুত্রবধূ শ্লোকা মেহতা দেখা দিয়েছেন লাল অফশোল্ডার স্কার্ট–গাউনে
তিন দিনের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট
মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সঙ্গে এক ফ্রেমে আকাশ আম্বানি, শ্লোকা মেহতা ও তাঁদের পুত্র
ককটেল পার্টিতে শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত
এয়ারপোর্টে কিরণ রাও, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও শহীদ কাপুর
বাদ যাননি নাতাশা পুনাওয়ালাও
মনীশ মালহোত্রার নকশা করা সোনালি-রুপালি চুমকির শাড়িতে ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প। স্বামী ও কন্যাকে নিয়ে উপস্থিত হয়েছেন তিনি।
দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংও হাজির ছিলেন।