২০১৭ সালের ২৩ জুন প্রথম দেখা। প্রথম দেখায় প্রেমে পড়ার যে ব্যাপার, বলিউড তারকা সোনাক্ষী সিনহা আর জহির ইকবালের সেটিই ঘটেছিল। দুজনে দুজনের চোখে দেখেছিলেন প্রেম। এ ঘটনার ঠিক ঠিক সাত বছর পর ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এই জুটি। প্রথম দিনটাকেই স্বীকৃতি দিয়ে উদ্যাপনের বড় উপলক্ষ বানিয়ে রাখলেন। বিভিন্ন আয়োজনে ৪টি পোশাকে (আইভরি–সাদা আনারকলিতে আশীর্বাদ, মায়ের আইভরি বিয়ের শাড়ি, সংবর্ধনার টকটকে লাল বেনারসি ও রাতের পার্টিতে মেরুন আনারকলি) দেখা গেছে সোনাক্ষীকে। দেখে নেওয়া যাক, ২৩ জুন সোনাক্ষীর সাজপোশাক কেমন ছিল।