এ সময়কার অনুষঙ্গের জন্য এমন উপকরণ বেছে নেওয়া প্রয়োজন, যাতে বৃষ্টি বা কাদার ছিটা লাগলেও নষ্ট হওয়ার ভয় থাকবে না।
সকালে হয়তো খটখটে রোদ, দুপুর না পেরোতেই আকাশজুড়ে কাজলকালো মেঘ। আপনি বাড়ি ফেরার আগেই হয়ে যেতে পারে একপশলা বৃষ্টি। ফেরার সময় পথের সঙ্গী হতে পারে কাদাপানি। এই যখন আবহাওয়ার হালচাল, তখন সব রকম পরিস্থিতির জন্যই প্রস্তুতি রাখতে হবে। পোশাক তো বটেই, জুতা-স্যান্ডেল, ব্যাগ, গয়নার মতো অনুষঙ্গ বাছাইয়ের সময়ও আবহাওয়ার কথাটা মাথায় রাখতে হবে। এ সময়কার অনুষঙ্গের জন্য এমন উপকরণ বেছে নেওয়া প্রয়োজন, যাতে বৃষ্টি বা কাদার ছিটা লাগলেও নষ্ট হওয়ার ভয় থাকবে না।
নিত্যদিনের জুতা-স্যান্ডেল
ফ্লিপ ফ্লপ, স্লিপার, স্লাইড, প্ল্যাটফর্ম ক্লগসহ নানা নকশার স্যান্ডেল পরা যেতে পারে এ সময়। কাদা থেকে পা বাঁচাতে বুট জুতা, ব্যালেরিনা শু এবং স্নিকারও কার্যকর। তবে জুতা বা স্যান্ডেল বাছাইয়ের সময় খেয়াল রাখুন, পিচ্ছিল পথে পা হড়কে যাওয়ার আশঙ্কা আছে কি না। আর এ সময়ের জুতা হবে এমন, যেন প্রয়োজনে সহজেই ধুয়ে ফেলা যায়। স্যান্ডেলে স্ট্র্যাপ বা বেল্ট থাকলে এঁটে থাকে ঠিকঠাক। পিচ্ছিল পথে হিল পরে হাঁটাচলা না করাই ভালো। দুর্ঘটনার শঙ্কা থাকে। নিতান্তই হিল পরতে চাইলে উঁচু হিল বাছাই করবেন না, সরু হিল তো নৈবচ নৈবচ। পানিরোধী উপকরণে তৈরি খাটো হিল পরতে পারেন। তবে চলাফেরার সময় থাকতে হবে খুবই সতর্ক। তাড়াহুড়া করা যাবে না।
বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং নুসরাত হাসান এ সময়ের জন্য রাবার বা প্লাস্টিক জাতীয় উপকরণের জুতা-স্যান্ডেল বেছে নেওয়ার পরামর্শ দিলেন। ঘোরাঘুরি করতে গেলেও রাবারের সোলের জুতা ভালো। বৃষ্টি-কাদার দিনে সাদা বা হালকা রঙের চেয়ে গাঢ় রঙের জুতা-স্যান্ডেলই ভালো। জুতা-স্যান্ডেলে কাদা বা বৃষ্টির ছাট লেগে গেলে প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে পরে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
যত্নে থাকুক পা
লা মোডের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ হেড ফাহমিদা ইসলাম বলছিলেন, প্যাটেন্ট লেদার এই সময়ের জন্য দারুণ। এটি পানি শোষণ করে না। প্যাটেন্ট লেদারের জুতা টেকসই, দেখতেও ঝকঝকে। এই উপকরণের পা-ঢাকা জুতায় আসবে আনুষ্ঠানিক লুক। পা-ঢাকা জুতা পরলে পায়ে কাদা লাগার আশঙ্কা কম। তবে ভেজা পা ঢাকা থাকলে হতে পারে ছত্রাক সংক্রমণ। মোজা পরলে সেটিও বদলে নিতে হবে নিয়মিত।
অনেকে আবার পা-ঢাকা জুতায় স্বস্তি পান না। অনায়াসেই তাঁরা খোলামেলা, আরামদায়ক স্যান্ডেল পরতে পারেন। তবে পায়ে কাদা লেগে গেলে দ্রুততম সময়ে পরিষ্কার করে ফেলতে হবে। নরম, ভেজা কাপড় দিয়ে মোছার পর কিংবা প্রয়োজনমাফিক ধোয়ার পর জুতা-স্যান্ডেল অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকানোর জন্য ফ্যানের বাতাস কাজে লাগাতে পারেন। এরপর শুকনা জায়গায় উঠিয়ে রাখতে হবে।
নিত্যসঙ্গী ব্যাগ
রেইনকোট বা ছাতা আপনাকে বৃষ্টি থেকে বাঁচালেও সঙ্গের ব্যাগ ভিজে যেতে পারে। ব্যাগের ভেতর থাকে প্রয়োজনীয় নানান জিনিস। সেগুলোকে শুষ্ক ও নিরাপদ রাখতে সঠিক উপকরণের ব্যাগ বেছে নেওয়াটা ভীষণ জরুরি। নাইলন বা প্লাস্টিকের মতো পানিরোধী উপকরণে তৈরি ব্যাগ এ সময়ের জন্য আদর্শ। স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে স্টাইলও হবে। এ ধরনের ব্যাগের ভেতর দৃষ্টিনন্দন পাউচ রাখতে পারেন, যাতে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ভাগ ভাগ করে গোছানো থাকবে। ব্যাগের জিপার বা স্লাইডারও যাতে পানিরোধী হয়, সেদিকে খেয়াল রাখুন। টোট ব্যাগ, স্লিং ব্যাগ, ব্যাকপ্যাক কিংবা স্যাশে বেছে নিতে পারেন। স্বচ্ছ ক্লাচব্যাগ, ফোল্ডার ক্লাচ, ক্যানভাস হ্যান্ডব্যাগ কিংবা বক্সজাতীয় ব্যাগও সময়োপযোগী। কাপড় বা পাটের মতো উপকরণের ব্যাগ এ সময়ের জন্য নয়।
গয়নাও ঠিকঠাক
কাঠ, মাটি, পাট, কাপড় এবং ধাতব উপকরণের গয়না ভিজে নষ্ট হয়ে যেতে পারে। পানিরোধী করে তৈরি করা ধাতব উপকরণের কথা অবশ্য আলাদা। প্লাস্টিক জাতীয় উপকরণ বর্ষার জন্য উপযোগী। উজ্জ্বল রঙের হালকা গয়না বর্ষার দিনে মানানসই। রোজকার জীবনে তো বটেই, ঘুরতে গেলেও পরতে পারেন এমন গয়না।