৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২২। এই অনুষ্ঠানে কেমন ছিল তারকাদের সাজপোশাক, এ নিয়ে নকশার বিশেষ আয়োজন।
ভারতীয় ফ্যাশন ডিজাইনার ডলি জের নকশায় কালো–সোনালির মিশেল পোশাক পরেছিলেন বিদ্যা সিনহা মিম। গাউনের সঙ্গে অভিনেত্রী এক হাতে পরেছিলেন ডায়মন্ডের ব্রেসলেট, অন্য হাতে রোলেক্সের ঘড়ি। কানেও ছিল হীরার লম্বা দুল। পোশাকের সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছিল মিমের চোখ।
অভিনেত্রী চৌধুরী ল্যাভেন্ডার রঙের কেপ স্লিভের গাউন পরে এসেছিলেন। গাউনের ওপর কাচ, সিকোয়েন্স আর সাদা পাথরের কাজ ছিল। মেহের বাই সামিনা সারা থেকে পোশাকটি বেছে নিয়েছিলেন তিনি। এই পোশাক বাছার অন্যতম কারণ এর রং। সঙ্গে অনুষঙ্গ ছিল হীরার আংটি, কানের দুল আর অ্যালডোর ব্যাগ।
সদ্য বিবাহিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ মেরিল প্রথম আলো পুরস্কার ২০২২ অনুষ্ঠানে এসেছিলেন বেগুনি রঙের শাড়ি পরে। জানা গেল, শাড়িটি বিয়েতে শ্বশুরবাড়ি থেকে উপহার পেয়েছিলেন। সঙ্গে ছিল বরের দেওয়া গুচি ব্যাগ আর জিমি চুয়ের জুতা। কানে জারার দুল, হাতে একগোছা কাচের চুড়ি আর কপালে একটা ছোট্ট টিপে অনন্য হয়ে উঠেছিলেন ফারিণ।