সারা দুনিয়াতেই যেন ছড়িয়ে পড়েছে ‘বার্বি’ জ্বর। হলিউড থেকে শুরু হওয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন বলিউড তারকারাও। গোলাপি পোশাকে কেমন লাগছে বলিউড অভিনেত্রীদের? দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে...
মৃণাল সাহা
দীপিকা পাড়ুকোন
দীপিকার এই গোলাপি সাজের পেছনে কলকাঠি নেড়েছে অ্যাডিডাস। এই বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ডের ফটোশুটে গোলাপি টপস আর স্কার্টে দেখা দিয়েছিলেন ‘পাঠান’ তারকা। ইনস্টাগ্রামে সেই ছবি দিয়েই তোলাপাড় তুলেছেন তিনি
আলিয়া ভাট
সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া অভিনেত্রী আলিয়া ভাটও গা ভাসিয়েছেন ‘বার্বি’ ট্রেন্ডে। ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতে আলিয়াকে দেখা গেছে আপাদমস্তক গোলাপি পোশাকে। গোলাপি টপের ওপর গোলাপি ওভারসাইজ ব্লেজার, সঙ্গে ছিল গোলাপি স্কার্ট
বিজ্ঞাপন
দিশা পাটানি
খোলামেলা পোশাক পরে সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন দিশা পাটানি। ইনস্টাগ্রামে গোলাপি টপস আর হাই স্লিট স্কার্টে ‘বার্বি’ সাজেও উষ্ণতা ছড়িয়েছেন এই অভিনেত্রী
অনন্যা পান্ডে
ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এমের ফটোশুটের ছবি দিয়ে ইনস্টাগ্রাম কাঁপিয়েছেন অনন্যা পান্ডে। অভিনেত্রীর বেবি পিংক পোশাকটি তৈরি করেছেন ফ্যাশন হাউস বাগলার। এক কাঁধের মিনি ড্রেসের সঙ্গে ছিল হাই হিল আর সামান্য মেকআপ