ফ্যাশন শোতে হাঁটলেন সাদিয়া ইসলাম মৌ

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘আ নাইট অব ট্র্যাডিশন’ শিরোনামে এক ফ্যাশন শোর আয়োজন করে ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চর। এই শোতে র‍্যাম্পে হাঁটলেন মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।

ছবি : সুমন ইউসুফ

একটু ভিন্ন আঙিকে নাচের মাধ্যমে মঞ্চে প্রবেশ করলেন সাদিয়া ইসলাম মৌ।

চরের নারীদের হাতে তৈরি পোশাক পরেছেন।

প্রাকৃতিক রঙে রাঙানো পোশাক।

শো শেষে মডেলদের সঙ্গে মঞ্চে সাদিয়া ইসলাম মৌ।