ভারতের মুম্বাইয়ে বসেছে ল্যাকমে ফ্যাশন উইক। ১৪ মার্চ উৎসবের দ্বিতীয় দিন ল্যাকমেতে মহাসমারোহে উদ্যাপিত হচ্ছে ‘সাসটেইনেবল ফ্যাশন ডে’।
ভারতের মুম্বাইয়ে বসেছে ল্যাকমে ফ্যাশন উইক। আজ ১৪ মার্চ উৎসবের দ্বিতীয় দিন। এবারের আসর আপাতত রংহীন বলা চলে; কেননা, ফ্যাশন ট্রেন্ড থেকে বিদায় নিয়েছে উজ্জ্বল সব রং। আর এবারের উৎসব মোড়ানো হয়েছে করপোরেটের রাংতায়। তাই স্বতঃস্ফূর্ত প্রাণের ছোঁয়াও যেন কম। তারকার আনাগোনা এখনো সেভাবে শুরু হয়নি। তবে এক মুঠো আবির ছড়িয়ে আসরটি রঙিন করলেন খ্যাতনামা ডিজাইনার গৌরাঙ্গ গুপ্তা।
আজ ল্যাকমেতে মহাসমারোহে উদ্যাপিত হচ্ছে ‘সাসটেইনেবল ফ্যাশন ডে’। টেকসই ফ্যাশনের নানান দিশা দেখানো হয়েছে এদিন। আজকের প্রথম শোতে ইয়াভি, টিল, আইএনসিএ—এই তিন ব্র্যান্ড তুলে ধরেছে টেকসই ফ্যাশনের নানান সম্ভার। সংবাদ সম্মেলনে ইয়াভির ডিজাইনার বলেন, ‘আমরা এমন পোশাক এনেছি, যা সহজে পরা যায়। বারবার পরা যায়। শিল্পের ছোঁয়াও আছে এতে। আমার সম্ভারে শিল্প আর ফ্যাশনের মেলবন্ধন ঘটানো হয়েছে। খাদি, সিল্ক, সুতির ওপর এমব্রয়ডারি কাজের প্রাধান্য পেয়েছে আমার কালেকশনে। আর আমার আয়োজন পুরোপুরি গ্রীষ্মের জন্য।’
টিল ব্র্যান্ডের ডিজাইনার জানান, ল্যাকমের মঞ্চে তিনি উদ্যাপন করেছেন কারিগরের নৈপুণ্য আর স্থায়িত্ব। তাঁর আয়োজনে মাস্টার্ড থেকে রাস্ট, আইভরি থেকে কালো রঙের বৈচিত্র্যময় পোশাক ধরা পড়েছে। নারী-পুরুষ উভয় এই কালেকশনের পোশাক পরতে পারবেন।
দ্বিতীয় দিনের প্রথম তিন শোতে নজর কেড়েছে আইএনসিএর কালেকশন। এর ডিজাইনার অমিত বললেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিটা দিন উদ্যাপন করা উচিত। আমার কালেকশনের মধ্য দিয়ে সেই উদ্যাপনই তুলে ধরেছি। আমার ডিজাইন করা পোশাক যেকোনো মৌসুমে, যেকোনো উৎসবে পরা যাবে।’
আইএনসিএর পোশাক পরে এদিন ল্যাকমের আসরে স্নিগ্ধতা ছড়ালেন বলিউড তারকা দিয়া মির্জা। অমিতের ডিজাইন করা পোশাক পরার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে এক সুন্দর অনুভূতি কাজ করছে। নিজেকে সুন্দর মনে হচ্ছে। আর এটিই অমিতের সংগ্রহে প্রতিফলিত হয়েছে। আমার পোশাকটির বিশেষত্ব হলো, যেকোনো বয়সের নারী এটা পরতে পারবেন। আর আমার মতোই অন্তর থেকে নিজেকে সুন্দর অনুভব করবেন। অমিত এই পোশাক বানানোর জন্য এতটুকু কাপড় নষ্ট করেননি। তাঁর সম্ভার থেকে এটাই আমার সেরা প্রাপ্তি। টেকসই ফ্যাশন দিবস উদ্যাপনে এর চেয়ে বড় কিছু হতে পারে না।’
টেকসই ফ্যাশন দিবসে প্রতিবারের মতো এবারও সেরা আকর্ষণ ছিল ডিজাইনার গৌরাঙ্গ গুপ্তার প্রদর্শনী। কথাকলি আর মোহিনীয়াট্টম নাচ দিয়ে শুরু হয় তাঁর প্রদর্শনী। তাঁর ক্যানভাসজুড়ে এবার ছিল গোলাপি রঙের দাপট। এদিন দুপুরে ল্যাকমের আসর গোলাপি রঙে রাঙিয়ে তুলেছিলেন এই ডিজাইনার। সামনেই হোলি, তাই তাঁর এবারের থিম ছিল ‘গুলাল’। আর আবিরের রং হিসেবে গৌরাঙ্গ বেছে নিয়েছেন গোলাপি। তাই তাঁর ডিজাইন করা ঘাঘরা-শাড়ি, শাড়ি, ঘাঘরা-চোলি—সব পোশাকেই ছিল গোলাপি রঙের ছোঁয়া।
চরখা খাদি, পাতলা সুতি, মটকা ও সিল্কের ওপর জামদানি, জ্যাকুয়ার্ড এবং ডবি কাজ ধরা পড়েছে তাঁর আয়োজনে। গৌরাঙ্গ তাঁর সংগ্রহে সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মোচি, কাসুটি, ফুলকারি, কচ্চ এবং কাশ্মীরি এমব্রয়ডারি প্রদর্শন করেন। গৌরাঙ্গের পোশাক পরে গানের তালে তাল মিলিয়ে মডেলরা হেঁটেছেন ল্যাকমের মঞ্চে।
ল্যাকমের দ্বিতীয় দিনের আসরে ‘চোলা’র পরিবেশনা নজর কেড়েছে। সুতির পোশাকের অভিনবত্ব ছিল এই আয়োজনে। চোলার প্রদর্শনে নানান কাটের জ্যাকেটের বাহার ছিল। এতে শোস্টপার ছিলেন দুই বলিউড তারকা—কঙ্কনা সেন শর্মা ও নেহা ধুপিয়া।
গতকাল ১৩ মার্চ থেকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে ল্যাকমে ফ্যাশন উইক। পাঁচ দিনের এই উৎসব শেষ হবে ১৭ মার্চ।