বলিউড তারকাদের ছাপিয়ে পোশাক দ্যুতি ছড়াল ল্যাকমের তৃতীয় দিনে

তৃতীয় দিন অর্থাৎ গতকাল শুক্রবার সকাল থেকেই ঝলমলিয়ে ওঠে ‘ল্যাকমে ফ্যাশন উইক’–এর প্রাঙ্গণ। টুকটাক কেনাকাটা, আইসক্রিমে হাল্কা কামড়, ঠান্ডা আইস চায়ের কাপে আলতো চুমুক আর তার মাঝে শো দেখতে ভিড় করেন ফ্যাশনপ্রেমীরা। এদিন বলিউড তারকাদের দ্যুতি থেকে বেশি ছিল পোশাকের দ্যুতি। ধরা পড়ে উৎসবমুখর পোশাকের বাহার। সব আয়োজনে ছিল সোনালি রঙের দাপট।

তৃতীয় দিনে গুরুত্ব পায় ফেস্টিভাল ড্রেস, সেখানে ছিল সোনালি রঙের রাজত্ব
ছবি: ইনস্টাগ্রাম থেকে


ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনে ছিল আইকেয়ার, ইসে আর শাহিন মান্নানের উপস্থাপনা। আইকেয়ার তুলে ধরে হাতে করা এমব্রয়ডারির সূক্ষ্মতা।

বোহো স্টাইলের সংগ্রহ পেয়েছে গুরুত্ব

আইকেয়ার ব্র্যান্ডের পোশাক পরে এদিনের সকালকে উজ্জ্বল করেছিলেন অভিনেত্রী কলকি কোচেলিন। তাঁর পরনে ছিল সোনালি রঙের অফশোল্ডার করসেট টপ আর ধূসর রঙের স্কার্ট।

তরুণরা বোহো স্টাইলে বেশি আগ্রহী

সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি ব্যক্ত করে কলকি বলেন,‘আমি এমন পোশাক পছন্দ করি, যা আরামদায়ক। আমার স্কার্টটি ভীষণ হাল্কা৷ আমার পোশাকের থেকে বেশি ভারী এই হেয়ার অ্যাক্সেসরিজ। তবে হেয়ার অ্যাক্সেসরিজটি আমার লুককে আরও আধুনিক করে তুলেছে।’

সোনালি করসেট টপ আর ধূসর স্কার্টে কালকি, আলাদা করে নজর কেড়েছে গলার গয়না

নিজের ফ্যাশনের মূল কথাও সবার সঙ্গে ভাগাভাগি করলেন বলিউড অভিনেত্রী, ‘আমার কাছে ফ্যাশনের অর্থ হলো নিজের ব্যক্তিত্বকে মেলে ধরা। আর অবশ্যই তা আরামদায়ক হওয়া প্রয়োজন।’

শাড়ি নিয়েও ছিল নিরীক্ষা

এই সংগ্রহে মোটিফ হিসেবে তুলে ধরা হয়েছে গোলাপের বৈচিত্র্য। ‘ইসে’ তাদের প্রদর্শনে কল্পনার এক জগতকে তুলে ধরেছিল। তাদের কালেকশনের নাম ছিল ‘ফেব্রুয়ারি ৩০’।

গরমে রাতের পার্টিতে এরকম গাউন বেশ মানানসই

ডিজাইনার শাহিন মান্নানের সংগ্রহের নাম ‘আনঅ্যাপোলজেটিক’। এই তিন কালেকশনে উঠে এসেছিল উৎসবের দিনে বা রাতের গাউন, স্কার্ট আর শাড়ির বাহার।
আইটিআরএইচের ‘আঁখ’-এর ক্যানভাসে মিসরীয় আর ভারতীয় সংস্কৃতি মিলেমিশে এক হয়ে গিয়েছিল।

নেফারতিতি, ক্লিওপেট্রা মোটিফ হিসেবে ধরা পড়েছিল এই সংগ্রহে

বিভিন্ন বয়সের নারীর জন্য তাদের এই আয়োজন ছিল। সিকোয়েন্স কাজের গাউনের বাহার ছিল তাদের সম্ভারে। নেফারতিতি, ক্লিওপেট্রা মোটিফ হিসেবে ধরা পড়েছিল এই আয়োজনে।

রাতের অনুষ্ঠানে এভাবে কালো শাড়িতে দেখাবে জমকালো

রাজদীপ রানাওয়াতের ডিজাইন করা পোশাক পরে এদিন ল্যাকমের র‍্যাম্পে উষ্ণতা ছড়িয়েছিলেন অভিনেত্রী দিব্যা খোসলা।

ডিপ নেকের প্রিন্টেড ব্লেজারে শানায়া কাপুর

রাজদীপের ‘নিজাম’ কালেকশনে উঠে এসেছিল লক্ষ্ণৌর রাজঘরানার সঙ্গে ইউরোপের সংস্কৃতি। দিব্যা বলেন, ‘আমার পোশাকটি অত্যন্ত উজ্জ্বল, আর খুব সুন্দর। ট্রায়াল দেওয়ার সময় এই পোশাক দেখে আমি আনন্দে লাফিয়ে উঠেছিলাম। আমি অত্যন্ত খুশি যে রাজদীপের পোশাক পরে র‍্যাম্পে হেঁটেছি। আর ল্যাকমের প্ল্যাটফর্ম সব সময় দুর্দান্ত।’

দিব্যা খোসলা

এদিন দিব্যার পরনে ছিল কালো আর সোনালিমিশ্রিত লেহেঙ্গা, চোলি আর কেপ।

ল্যাকমের তৃতীয় রাত মাতিয়েছেন কৃতি শ্যানন


তারকার আনাগোনায় ক্রমে জমে উঠছে ল্যাকমের বিকেল। পারস-শালিনীর পোশাক পরে ল্যাকমের মঞ্চে হেঁটেছেন ‘টুয়েলভথ ফেল’খ্যাত অভিনেত্রী মেধা শংকর।

ব্যাকস্টেজে তৈরি হচ্ছেন মডেল

ল্যাকমের তৃতীয় রাত মাতিয়েছেন কৃতি শ্যানন আর নবাগতা অভিনেত্রী শানায়া কাপুর।

ইনক্লুসিভ এই ফ্যাশন উইকে বডিস্যুট গাউনে মডেল