অফিস থেকেই চলে যেতে পারবেন দাওয়াতে, সেভাবেই তৈরি হয়ে বের হোন সকালে
অফিস থেকেই চলে যেতে পারবেন দাওয়াতে, সেভাবেই তৈরি হয়ে বের হোন সকালে

সাজ

আজ সাজবেন যেভাবে

সপ্তাহের সাত দিনে সাত সাজে সেজে উঠুন। কুর্তা থেকে শাড়ি, দেশি থেকে পশ্চিমা—সব ধরনের পোশাকই থাকতে পারে তালিকায়। একঘেয়েমি কাটবে, সাজেও আসবে ভিন্নতা। আজ বৃহস্পতিবারের সাজে প্রাধান্য পাক স্বাচ্ছন্দ্য।

বৃহস্পতিবারে সালোয়ার–কামিজ

বৃহস্পতিবার অফিসের পরে অনেকেরই দাওয়াত থাকে। এমন কাটের ও নকশার সালোয়ার–কামিজ বেছে নেওয়া যায়, যেটি একই সঙ্গে কর্মক্ষেত্রে ও দাওয়াতে মানিয়ে যাবে। এখানে সিল্কের তৈরি কামিজটির সামনের প্লিটের ব্যবহার লক্ষণীয়। নিচে বাটিকের অভিজাত নকশা। এই কামিজের বিশেষত্ব হলো এর কাটে ও নকশায় একধরনের আনুষ্ঠানিকতা আছে, দুই জায়গাতেই যেটি মানিয়ে যাবে। সঙ্গে সোজা কাটের প্যান্ট। দাওয়াতে যাওয়ার আগে জুতা বদলে নিন। গলায় পরে ফেলুন মুক্তার মালা।