ঈদ উপলক্ষে ভারতীয় ডিজাইনারদের আয়োজনে কী থাকছে

এই ঈদে ছেলেদের পোশাকের ধারা কেমন হবে? অনুষঙ্গে বাড়তি কী থাকবে? পোশাকে কোন রংটাই-বা প্রাধান্য পাবে? এসব নিয়ে ভারতীয় ডিজাইনারদের মধ্যেও চলছে বিস্তর আলোচনা। চলুন তবে দেখে নিই এ বছর ভারতীর ডিজাইনাররা ছেলেদের জন্য ঈদ ফ্যাশনে নতুন কী ধারা যুক্ত করল।

পাঠানি কুর্তা আর পাঞ্জাবি

ঈদে ছেলেদের পোশাকে দেখা যাবে পাঠানি কুর্তা আর পাঞ্জাবি

এবারের ঈদে ছেলেদের পোশাকে নতুনত্ব এনেছে আভিজাত্যপূর্ণ পাঠানি কুর্তা আর পাঞ্জাবি।

শেরওয়ানিতে চওড়া নেকপিস, সঙ্গে শাল

চওড়া নেকপিস আর ঘিয়েরঙা শালের ব্যবহারে আকর্ষণীয় হয়ে উঠেছে শেরওয়ানি লুক

দিব্যম মেহতার আইভরি বা অফ হোয়াইট গলাবন্ধ শেরওয়ানিকে কয়েক গুণ আকর্ষণীয় করেছে এই চওড়া নেকপিস। সঙ্গে ঘিয়েরঙা শালটি দিয়েছে বাড়তি আভিজাত্য।

জ্যাকেটে কুচি

জ্যাকেটে কুঁচির ব্যবহার এনেছে নতুনত্ব

এবারের ঈদে যাঁরা ভিন্নরকম কিছু খুঁজছেন, তাঁদের জন্য বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড অন্তর-অগ্নি এনেছে কুঁচি দেওয়া জ্যাকেট।

কালো কুর্তার সঙ্গে সাদা লুঙ্গির যুগলবন্দী

লুঙ্গি এবারের ঈদে নতুন ট্রেন্ড

কালো কুর্তা বরাবরের মতো এবারও বেশ ট্রেন্ডি। ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার ভারী এমব্রয়ডারি করা কালো কুর্তার সঙ্গে যুগলবন্দী হিসেবে আছে ঐতিহ্যবাহী সাদা লুঙ্গি।

এমব্রয়ডারি স্যুটের সঙ্গে সিগারেট প্যান্ট

স্যুট–সিগারেট প্যান্ট, সবকিছুতেই ছিমছাম নকশা

অনাড়ম্বরের মধ্যেও যাঁরা আভিজাত্য আনতে চান, তাঁরা বেছে নিতে পারেন ফারাজ মননের এই শর্টকাটের এমব্রয়ডারি করা স্যুট। সঙ্গে অফ হোয়াইট সিগারেট প্যান্ট।

পোশাকে আয়না

মিরর ওয়ার্ক জনপ্রিয় হচ্ছে ছেলেদের পোশাকেও

মিরর ওয়ার্ক করা পোশাক মেয়েদের পছন্দের শীর্ষে থাকলেও এ বছর ছেলেদের কাছেও পেয়েছে জনপ্রিয়তা। এবারের ঈদে অভিনব মিশ্র এনেছেন উজ্জ্বল ক্রিম, নীল ও লালে মিরর ওয়ার্ক করা এসব কুর্তা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া