বউভাতে হীরা–মুক্তা–পান্নায় আম্বানিবাড়ির নারীরা

সাত মাস আগে শুরু হয়েছে আম্বানিবাড়ির বিয়ের আয়োজন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের যেন কোনো থামাথামির নাম নেই। প্রথম ও দ্বিতীয় প্রি–ওয়েডিং শেষে গত শুক্রবার বিয়ে ও বিদায়ের পর শনিবার অনুষ্ঠিত হলো শুভ আশীর্বাদ। এরপর গতকাল রোববার চলেছে বউভাত। দেখে নেওয়া যাক বউভাতে নতুন বউ রাধিকা ও আম্বানিবাড়ির অন্য নারীদের ছবি।

বউভাতে প্রথম লুকে রাধিকার পরনের পোশাকটিতে ঘটেছে পশ্চিমা আর ভারতীয় সংস্কৃতির সম্মিলন। এই ইন্দো–ওয়েস্টার্ন লুকের করসেট টপ আর স্কার্টটি নেওয়া হয়েছে ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানা থেকে। এর সঙ্গে যে শাড়িটি জড়িয়েছেন, সেটির নকশা করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
শাড়িটি স্টাইলিং করে পরিয়েছেন রিয়া কাপুর। পেছনে কেপের মতো ছড়ানো। আর শাড়ির দুই পাশ ওড়নার মতো করে হাতে জড়িয়েছেন
রাধিকার পোশাকটি খুবই জমকালো। তাই এর সঙ্গে গয়না ছিমছাম রেখেছেন। হাতে, কানে, গলায় পরেছেন হীরার অলংকার
বউভাতের প্রথম লুকে রাধিকার মেকআপ ছিল একেবারেই মিনিমালিস্টিক। যেটুকু না হলেই নয়, কেবল সেটুকুই
আম্বানিবাড়ির বড় বউ শ্লোকা মেহতার পরনে ছিল মনীশ মালহোত্রার নকশা করা একটি জমকালো লেহেঙ্গা
লেহেঙ্গাটির সঙ্গে ছিল কোটি আর ওড়না। কোটিটি একটি বেল্ট দিয়ে আটকানো হয়েছে
হাতে, কানে, গলায়ও মাথায় ছিল হীরা আর মুক্তাখচিত গয়না
কাশীর মন্দিরের স্থাপত্য–নকশা থেকে অনুপ্রাণিত নীতা আম্বানির শাড়ি। নকশা করেছেন ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি–সন্দ্বীপ খোসলা
এর সঙ্গে ছিল পান্নার গয়না। বিশ্বের সবচেয়ে বড়, দামি পান্নার অলংকারের একটা বড় অংশ আছে নীতা আম্বানির সংগ্রহে
হাতের মেহেদির মতো ব্লাউজেও নীতা আম্বানি লিখেছেন পরিবারের সদস্যদের নাম
ইশা আম্বানির শাড়িটিও তৈরি করেছেন আবু জানি–সন্দ্বীপ খোসলা জুটি। ইশার গলার স্টেটমেন্ট নেকলেস থেকে চোখ সরছে না অনেকেরই