সাত মাস আগে শুরু হয়েছে আম্বানিবাড়ির বিয়ের আয়োজন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের যেন কোনো থামাথামির নাম নেই। প্রথম ও দ্বিতীয় প্রি–ওয়েডিং শেষে গত শুক্রবার বিয়ে ও বিদায়ের পর শনিবার অনুষ্ঠিত হলো শুভ আশীর্বাদ। এরপর গতকাল রোববার চলেছে বউভাত। দেখে নেওয়া যাক বউভাতে নতুন বউ রাধিকা ও আম্বানিবাড়ির অন্য নারীদের ছবি।