সপ্তমী-অষ্টমী-নবমীতে কাজল আর রানী মুখার্জির সাজপোশাক

আজ দশমী। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এ বছরের মতো পূজার বাদ্যবাজনা শেষ হবে আজ। প্রতিবছরের মতো এবারও বলিউডের বাঙালি তারকারা বাঙালি বউয়ের সাজে দেখা দিয়েছেন উত্তর মুম্বাইয়ের নামকরা পূজা মণ্ডপে। উৎসবের সাজে মেতে ওঠা বলিউডের সবচেয়ে জনপ্রিয় দুই বাঙালি তারকা কাজল আর রানী মুখার্জিকে দেখে নিন।
সপ্তমীতে কাজল দেখা দেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা রানী গোলাপিরঙা ও চুমকির কাজ করা শিফনের শাড়িতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
অষ্টমীতে পরেছেন কলাপাতার দুই শেডের এই হালকা চমৎকার শিফনের শাড়ি, জুটি বেঁধে সঙ্গী হয়েছিল সিলভাররঙা স্লিভলেস ব্লাউজ। মিনিমালিস্টিক সাজেই কাজলকে লেগেছে অপরূপ। মণ্ডপে যাওয়ার আগে বাড়িতেই সেরে নিয়েছেন ছোট্ট একটা ফটোশুট
জরির কাজে নিখুঁত নকশা, পাড় চিকন লাল, সোনালিরঙা ঐতিহ্যবাহী সেমি মসলিন শাড়িতে নবমীতে দেখা দিয়েছেন কাজল। এদিনই তাঁকে কিঞ্চিৎ জমকালো সাজে দেখা গেছে। হাতে ছিল মেরুনরঙা রেশমি চুড়ি
কাজল আর রানী মুখার্জির এই ছবিকে আপনি কীভাবে আগ্রাহ্য করবেন? প্রতিবছর দুর্গাপূজায় এই দুই বাঙালি বোনের (কাজিন) ছবি তুলতে মুখিয়ে থাকেন ভক্তরা
কাজলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেও রানী মুখার্জির নেই। তাই পাপারাজ্জিরাই শেষ ভরসা। সপ্তমীতে এভাবে মেটালিক টিস্যু কাপড়ের শাড়ি ও স্লিভলেস ব্লাউজে পূজার আনন্দে মেতে ওঠেন রানী
শাড়ির সঙ্গে মিলিয়ে ডান হাত ভর্তি করে পরেছেন চুড়ি, বালা, কঙ্কণ, কানে পাথরের দুল, ঠোঁটে ম্যাট লিপস্টিক, চুলগুলোকে মাঝের সিঁথি বরাবর ভাগ করে খোলা, কপালে সবুজ টিপ আর সিঁথিতে সিঁদুর... যেন আর দশটা সনাতনী বাঙালি বউয়ের মতোই সাধারণ সাজে উৎসবে মেতে উঠেছেন রানী মুখার্জি
অষ্টমীতেও রানীর পরনে ছিল সেমি সিল্কের জরির পাড়ের আরেকটি মেটালিক শাড়ি, সঙ্গে ছিল লম্বা স্ট্রাইপের স্লিভলেস ব্লাউজ
এদিন রানীর কান ছিল খালি, ঠোঁটে ন্যুড লিপস্টিক, গলায় নজর কেড়েছিল কমলা আর মেরুনরঙা পাথরের চোকার, ডান হাতে শাখা-পলা, কপালের মাঝখানে রূপালি টিপ, নাকে রূপার নাকফুল, সে সঙ্গে সিঁথিতে সিঁদুর আঁকতে ভোলেননি। চুলগুলো দুই পাশ থেকে কয়েকটা ছেড়ে দিয়ে পেছন থেকে খোঁপা করে নিয়েছেন
নবমীর সাজে ছিল তুলনামূলকভাবে জমকালো ভাব। শাড়িটিও আগের দুই দিনের তুলনায় ভারী, মিষ্টিরঙা পাড়ের সোনালি চকচকে হাফ সিল্কের শাড়িতে দেখা দেন রানী মুখার্জি
গলায় ছিল পাথরের চোকার, আলাদা করে নজর কেড়েছে হীরের মঙ্গলসূত্র। ডান হাতভর্তি কঙ্কণ, শাখা-পলা আর মেটালিক চুড়ি। চুলগুলোয় বান করে জড়িয়েছেন ফুল