রাজবাড়ি থেকে পাশের বাড়ি, এই তারকাদের ফ্যাশনকে কত নম্বর দেবেন
তারকাদের হাঁড়ির খবরের অনেকটাই এখন সহজে ইনস্টাগ্রামে পাওয়া যায়। দেশ থেকে বিদেশ, বলিউড থেকে হলিউড কে কোথায় যাচ্ছেন, কোন পোশাক পরছেন তার ছবি প্রকাশ করতে দেখা যায় সামাজিক মাধ্যমে। সেখান থেকেই দেশ–বিদেশের কয়েকজন তারকার খোঁজ মিলবে।
হাসান ইমাম
লন্ডনে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। তাঁদের স্বাগত জানাতেই দাঁড়িয়েছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। লাল কেইপ কোটের সঙ্গে হ্যাট আর হাতে লাল ক্লচ ব্যাগে টকটকে প্রিন্সেস। এদিকে ফরমাল পোশাকের ওপরে নেভি ব্লু কোটে পরিপাটি প্রিন্স
বিজ্ঞাপন
নতুন লুকে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বিখ্যাত হেয়ারস্টাইলার আলিম হাকিমের কাঁচির নিচে মাথা রেখে অভিষেক এই স্টাইল করেছেন। বাজ ক্রু কাটে দুই দিন আগে চুল কাটিয়েছেন অভিষেক
বিজ্ঞাপন
অভিনেত্রী জয়া আহসান আছেন ভারতের গোয়া শহরে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে। সেখানে দেখানো হলো বলিউড ছবি ‘কড়ক সিং’-এর ট্রেলার। ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয় করেছেন জয়া। অনুষ্ঠানে খয়েরি মখমলি ব্লাউজের সঙ্গে কায়দা করে শাড়ি পরেছিলেন জয়া, কাঁধের ব্যাগ ছিল ব্লাউজের সঙ্গে মিলিয়ে খয়েরিবিদেশের রাস্তায় পশ্চিমবঙ্গের অভিনেতা দেব। গাঢ় নীল টি-শার্টের ওপরে রঙিন বোম্বার জ্যাকেটে অভিনেতা দাঁড়িয়ে আছেন বিদেশের কোনো রাস্তায়ট্রেকিং লুকে ভারতীয় অভিনেত্রী মিথিলা পালকার। ফুলহাতার সাদা সোয়েটার আর কমলা জগিং প্যান্টে জঙ্গলে ট্রেক করতে বেরিয়েছিলেন মিথিলাঅভিনেত্রী নুসরাত ফারিয়া সাজলেন বিয়ের সাজে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এক বাংলাদেশি বিয়ের পোশাকের ফ্যাশন শোতে এই লুকে হাঁটলেন ফারিয়া। ডিজাইনার সাহার রহমানের পোশাকে আর জাহিদ খানের মেকওভারে বিয়ের কনে সাজেন নুসরাত ফারিয়া
শাড়িতে ভারতীয় নারী। এই ক্যাপশনে ভারতীয় শাড়ির জনগান গাইলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। দেশি তাঁতের হলুদ আর নীল নকশার শাড়ি পরে হাঁটলেন সমুদ্রপাড়ে