নিজেই রাঙাতে পারেন নিজের রোদচশমা

বাড়িতে পুরোনো রোদচশমা পড়ে থাকে। রংতুলির ছোঁয়ায় চাইলেই নিয়ে আসতে পারেন নতুনত্ব। দেখিয়েছেন সাদিয়া আফরিন

রোদচশমা তৈরির উপকরণ
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

  • রোদচশমা

  • অ্যাক্রিলিক রং

  • তুলি

  • কালার প্লেট

  • ভার্নিস স্প্রে

প্রণালি

রোদচশমার মাপ অনুযায়ী একটি লেআউট করে নিন।

১. টিস্যু দিয়ে রোদচশমা পরিষ্কার করে নিন। এবার রোদচশমার মাপ অনুযায়ী একটি লেআউট করে নিন। এতে করে আঁকার আগেই একটা ধারণা পাবেন।

একটি পাশ শুকিয়ে না যাওয়া পর্যন্ত অন্য পাশে হাত দেওয়া যাবে না।

২. রোদচশমার রং এবং লেআউটের ওপর ভিত্তি করে রং নির্ধারণ করা হয়েছে। যেহেতু কালো রঙের রোদচশমা, পছন্দমতো যেকোনো রং নির্বাচন করা সম্ভব।একটি ২ নম্বর তুলির সহায়তায় প্লেটে হলুদ, সাদা, নীল, কমলা, সবুজ, ম্যাজেন্টা রং ঢেলে নিন। মনে রাখতে হবে, এই রঙে কোনো পানি ব্যবহার করা যাবে না।

০০ নম্বর তুলি দিয়ে লেআউট অনুযায়ী রং করা শুরু করুন। যেহেতু রোদচশমা বেশ ছোট, রং করার ক্ষেত্রে খেয়াল রাখুন, একটি পাশ শুকিয়ে না যাওয়া পর্যন্ত অন্য পাশে হাত দেওয়া যাবে না।

একই রং হ্যান্ডেলে ব্যবহার করতে হবে।

৩. সামনের ভাগটি রং করা শেষে শুকিয়ে যেতে দিন। গ্লাসের হ্যান্ডেলের এক পাশে রং করুন। এ ক্ষেত্রে সামনের অংশে যে রংগুলো ব্যবহার করা হয়েছে, একই রং হ্যান্ডেলে ব্যবহার করতে হবে।

চলছে আকাঁআঁকির কাজ

৪. এক পাশের হ্যান্ডেল শুকিয়ে গেলে অন্য পাশে রং করে নিতে হবে। সব পাশের রং পুরোপুরি শুকিয়ে গেলে রোদচশমাটি একটি ভার্নিশ স্প্রে দিয়ে স্প্রে করে নিন। এ ক্ষেত্রে গ্লাসের অংশগুলো আগে ঢেকে নিতে হবে।

রঙিলা রোদচশমা

৫. শুকিয়ে গেলেই পরতে পারবেন এই রঙিলা রোদচশমা।