আম্বানিদের হাজার কোটি টাকার প্রাক্‌-বিয়েতে কেমন ছিল তারকাদের ফ্যাশন, দেখুন একনজরে

ইতিমধ্যে কেবল তিন দিনে আম্বানিবাড়ির ছোট ছেলের প্রাক্‌-বিয়ের আয়োজনে খরচ হয়ে গেছে হাজার কোটি টাকার বেশি। ভারতের গণমাধ্যম বলছে, এটিই হতে চলেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের গুজরাটের জামনগরে হাজির হয়েছিলেন ধনকুবের আর তারকারা। বাদ যাননি এম এস ধোনি, ডোয়াইন ব্রাভো, শচীন টেন্ডুলকার বা রহিত শর্মার মতো ক্রিকেটাররাও। ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মার্কিন ব্যবসায়ী ইভাঙ্কা ট্রাম্প, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের সিইও সুন্দর পিচাইও। নিজেকে সবচেয়ে ফ্যাশনেবল, অনন্য ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখেননি তারকারা। একনজরে দেখে নেওয়া যাক আলোচিত এই আয়োজনের অতিথিদের ক্যামেরাবন্দী ফ্যাশন–মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এম এস ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর সঙ্গে জাহ্নবী কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কিয়ারা আদভানি ও এশা আম্বানি—দুজন কিন্তু বেশ ভালো বন্ধু। ছবিতে কিয়ারা ও সিদ্ধার্থ
আম্বানিবাড়ির বড় পুত্রবধূ শ্লোকা মেহতার পরনে ছিল আবু জানি-সন্দীপ খোসলা জুটির নকশা করা লেহেঙ্গা। ফিটনেস দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন তিনি
নাচছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং আর হবু কনে রাধিকা মার্চেন্ট
অনন্ত আম্বানি আর রাধিকা দুজনেই পরেছেন মনীশ মালহোত্রার নকশা করা পোশাক
জাহ্নবীর এই শাড়ির গ্ল্যাম লুক পছন্দ করেছেন ভক্তরা
তৃতীয় দিনের অনুষ্ঠানের সবচেয়ে ভাইরাল ছবি। অস্কারজয়ী ‘নাটু’ গানে একসঙ্গে নেচেছেন তিন খান—আমির, সালমান ও শাহরুখ। শাহরুখের গলার হীরা-পান্নার গয়নাটি এসেছে আলোচনায়
ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর জীবনসঙ্গী জ্যারেড কুশনারকে তিন দিনের সব আয়োজনেই দেখা গেছে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে। ছবিতে দুজনের পোশাকই বানিয়েছেন মনীশ মালহোত্রা
এথনিক লুকে আলিয়া ভাট ও রণবীর কাপুর
সোনম কাপুর, কারিনা কাপুর ও আলিয়া ভাট
এক ফ্রেমে হবু বউ ও শাশুড়ি—নীতা আম্বানি ও রাধিকা মার্চেন্ট
আম্বানিবাড়ির বড় পুত্রবধূ শ্লোকা মেহতার এই লেহেঙ্গাটি হীরাসহ নানা মূল্যবান জহরত দিয়ে বানিয়েছেন
জামনগরে ভালোবাসার উষ্ণতা ছড়াচ্ছেন ভি–ক্যাট
রানী মুখার্জি ও গৌরী খান
সন্তানসম্ভবা দীপিকা পাড়ুকোনও ভারী লেহেঙ্গা পরে মঞ্চে নেচেছেন, সঙ্গী হয়েছেন রণবীর সিং
এক ফ্রেমে সাইফ আলী খান, কারিনা কাপুর ও এই দম্পতির বড় ছেলে তৈমুর আলী খান
অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা ও শাহরুখ–কন্যা সুহানা খান
ফরাসি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁতোর গাউনে ইশা আম্বানি
শ্যানেলের গাউনে ইশা
জঙ্গল থিমের শার্টে রণবীর সিং