ইতিমধ্যে কেবল তিন দিনে আম্বানিবাড়ির ছোট ছেলের প্রাক্-বিয়ের আয়োজনে খরচ হয়ে গেছে হাজার কোটি টাকার বেশি। ভারতের গণমাধ্যম বলছে, এটিই হতে চলেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের গুজরাটের জামনগরে হাজির হয়েছিলেন ধনকুবের আর তারকারা। বাদ যাননি এম এস ধোনি, ডোয়াইন ব্রাভো, শচীন টেন্ডুলকার বা রহিত শর্মার মতো ক্রিকেটাররাও। ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মার্কিন ব্যবসায়ী ইভাঙ্কা ট্রাম্প, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের সিইও সুন্দর পিচাইও। নিজেকে সবচেয়ে ফ্যাশনেবল, অনন্য ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখেননি তারকারা। একনজরে দেখে নেওয়া যাক আলোচিত এই আয়োজনের অতিথিদের ক্যামেরাবন্দী ফ্যাশন–মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে