বার্বি সেজে কে এলেন, কে পরলেন শাড়ি, জর্ডানের রাজকীয় অতিথিদের দেখুন ছবিতে
জর্ডান রাজপুত্র হুসেইন বিন আবদুল্লাহ ও সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সাইফের বিয়ে হয় ১ জুন। একে তো রাজবাড়ির বিয়ে, তার ওপর ছেলে আবার জর্ডানের ভবিষ্যৎ বাদশা। তাই বিয়েতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন শতাধিক বিদেশি অতিথি। কারা ছিলেন রাজবাড়ির অতিথি? চলুন দেখে নিই
হাসান ইমাম
সন্ধ্যার রিসেপশন পার্টিতে অতিথিদের স্বাগত জানাচ্ছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়া, বর হুসেইন বিন আবদুল্লাহ ও কনে রাজওয়া আল সাইফ। বিদেশি রাজপরিবারের মধ্যে নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেক্সান্ডার ও তাঁর স্ত্রী রানি ম্যাক্সিমা
কাতারের সাবেক আমির শেখ হামান বিন খলিফা আল থানির তিন স্ত্রীর একজন শেখ মোজা। নিওন গ্রিন গাউনে বিয়ে বাড়িতে আলো ছড়িয়েছেন শেখ মোজাবিয়ের ভেন্যুতে প্রবেশ করছেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন ও তাঁর কন্যা অ্যাশলে বাইডেনসন্ধ্যার পার্টিতে রাজপুত্রের সামনে তাঁতে বোনা রাজকীয় পোশাকে ভুটানের রানি জেটসুন পেমা (গোলাপি পোশাক)। পাশে রাজওয়ার বাবার সঙ্গে কুশল বিনিময় করছেন স্পেনের রানি সোফিয়া (ধূসর পোশাক)প্রিন্সেস মারিকে নিয়ে এসেছিলেন ডেনমার্কের প্রিন্স ফ্রেডরিকহট পিঙ্ক পোশাকে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। স্বামী প্রিন্স ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনিব্রিটিশ প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসকে নিয়ে আগ্রহ দেখা গেছে নতুন বর-বউয়ের মধ্যেও। জর্ডানের বাদশার আমন্ত্রণে গত বছরও পরিবার নিয়ে দারুণ সময় কাটিয়ে গেছেন প্রিন্স উইলিয়াম। তাই বন্ধুত্বটা যে পারিবারিক পর্যায়ে সেটা বুঝতে কারও বাকি নেই। সন্ধ্যার অনুষ্ঠানে প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন পরেছিলেন ব্রিটিশ ডিজাইনার জেনি পেকহামের নকশা করা কপার কালারের গাউনউইলিয়াম ও কেট মিডলটন বিয়ের অনুষ্ঠানে প্রবেশের সময় প্রাসাদের বাগানে এভাবেই ক্যামেরায় ধরা দেনদেবর প্রিন্স হাশেমের হাত ধরে ভেন্যুতে আসছেন কনে রাজওয়াবিয়ের অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়া। বাদশা পরনে স্যুট আর রানি রানিয়ার ডিওরের কালো-সোনালি হাইনেক ড্রেসভাইয়ের বিয়েতে অভিজাত পোশাকের ব্র্যান্ড আসি স্টুডিওর গাউনে প্রিন্সেস ইমান। হাতের ব্যাগটি লেবানিজ ব্র্যান্ড সারাহ বেডুন থেকে নেওয়া। সদ্য বিবাহিত প্রিন্সেস ইমানের সঙ্গে তাঁর স্বামী জামেল আলেক্সান্ডারবিয়েতে এসেছিলেন বাদশা দ্বিতীয় আবদুল্লাহর চাচা এল হাসান বিন তালাল। সাদা জরি ও চুমকির কাজ করা পেস্টাল শেডের শাড়ি পরে সবাইকে চমকে দিয়েছেন তাঁর স্ত্রী প্রিন্সেস সারওয়াত। সারওয়াত মূলত ভারতের কলকাতার এক মুসলিম পরিবারের মেয়ে। বৈবাহিক সূত্রে তিনি প্রিন্সেসব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে আরও গিয়েছিলেন প্রিন্সেস বিয়েট্রেস ও তাঁর স্বামী। প্রিন্সেস পরেছিলেন ফুলহাতা পাউডার ব্লু রাফল ড্রেসবিয়ের ভেন্যুতে যাত্রাপথে এভাবেই ক্যামেরায় ধরা দেন ভুটানের রানি জেটসুন পেমা ও তাঁর ননদ (রাজার বোন) প্রিন্সেস ইউফেলমা (বামে)পুরোদস্তর হট পিঙ্ক সাজে বার্বি হয়ে এসেছিলেন বেলজিয়ামের প্রিন্সেস এলিজাবেথ। গাউন, ব্যাগ থেকে হাই হিল—সবেতেই ছিল টকটকে গোলাপি রংজাপানের রাজপরিবার থেকে এসেছিলেন প্রিন্সেস হিসাকো ও তাঁর কন্যা সুগুকোকনে রাজওয়া আল সাইফের মা আজ্জা। মেয়ের মেহেদি অনুষ্ঠানে এভাবেই ধরা দেন ক্যামেরায়এক ফ্রেমে জর্ডানের বর্তমান ও ভবিষ্যৎ রানি। রানি রানিয়া ও পুত্রবধূ রাজওয়ার এ ছবিটি মেহেদির অনুষ্ঠানে তোলাজর্ডান ও সৌদি আরবের ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করছেন স্থানীয় তিন জনপ্রিয় শিল্পী নেদা শ্রারা, ডায়না কারাজন ও জেইন আওয়াদ