ভোগ আরবের প্রচ্ছদে এ কোন রেখা?

ভোগ ম্যগাজিনের আরব সংস্করণে এবার প্রচ্ছদ হয়েছেন বলিউড অভিনেত্রী রেখা
ছবি: ভোগ আরবের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এখনো তাঁর প্রাণখোলা হাসিতে লুকিয়ে আছে রহস্যময়ী এক বালিকা। বলছি সত্তরের দশকের বলিউড কিংবদন্তি অভিনেত্রী রেখার কথা। বয়স ৬৮ পেরিয়েছে, কিন্তু এ বয়সেও চামড়ার বলিরেখা উপেক্ষা করে ছড়িয়ে যাচ্ছেন অনিন্দ্য সৌন্দর্য। আজকাল আর সিনেমায় কাজ না করলেও কিছুদিন পরপরই নতুন সাজ আর ধাঁচে আলোচনায় চলে আসেন এই তারকা। এই যেমন ৩ জুলাই প্রকাশিত ভোগ ম্যাগাজিনের আরব সংস্করণের জুলাই-আগস্ট সংখ্যার প্রচ্ছদকন্যা হয়ে শোরগোল ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। তার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে রেখাবন্দনা। ম্যাগাজিনের পাতায় পাতায় চোখ-ঝলসানো নানান রাজকীয় পোশাক, গয়না ও ভঙ্গিমায় সবার মন কেড়েছেন রেখা।

কে বলবে এই রেখার বয়স ৬৮ পেরিয়েছে!

ভারতের তারকা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা বেশ কয়েকটি পোশাকে ক্যামেরার সামনে আসেন রেখা। পোশাকগুলোর মধ্যে সোনালি রঙেই বেশি নজর কেড়েছেন। ঝলমলে সোনালির ওপর জরির কাজ করা ভিন্টেজ ব্রোকেড জ্যাকেটের সঙ্গে রেখা পরেছেন ভারী গয়না। মাথায় মোগল ফ্যাশন থেকে অনুপ্রাণিত লাল-সোনালি কারুকার্যের টুপি। আর একটি ছবিতে মাথায় ময়ূরের পালকের নকশা করা টুপির সঙ্গে রাজকীয় পোশাকে মিসরীয় ভাব ফুটিয়ে তুলেছেন রেখা।

সাজ পোশাকে মিসরীয় আবহে রেখা
মসলিনের আনারকলি সঙ্গে পরেছেন ভারি গয়না

১৯৮১ সালে মুক্তি পাওয়া সিনেমা উমরাওজান-এ নিজের পরা একটি পোশাকের নয়া সংস্করণ করেছেন রেখা। মসলিনের আনারকলি ও চুড়িদারের সঙ্গে পরেছেন বড় বড় কুন্দনের গয়না। অন্য ছবিতে রেখাকে দেখা গেছে গাঢ় লাল রঙের মখমলের গাউনের সঙ্গে কানে লম্বা ঝুমকা, সাদা ব্রেসলেট ও হাতভরা আংটিতে। মাথায় গুজরাটের পেশওয়াই ধাঁচের লাল টুপি।

ফরাসি সাজে রেখা

সাদা শার্ট ও কালো ফারসি স্কার্টের ওপর কালো রঙের জ্যাকেটেও ছবি তুলেছেন রেখা। তাঁর হাতে ছিল সোনার ব্রেসলেট আর প্রতিটি আঙুলে সোনার আংটি। এ ছাড়া মাথায় ছিল কালো টুপি।

আরব দেশের ম্যাগাজিনের ফটোশুটেও নিজস্বতা বজায় রেখেছেন ৭০ ছুঁই ছুই এই বলিউড আইকন। সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ির সঙ্গে স্তরে স্তরে সাদা হীরার গয়না আর সিঁথিভরা সিঁদুরেও দেখা গেছে তাঁকে। পরেছেন সবুজ গয়না দিয়ে কুর্তাও।

মাথায় পরেছে কালো হ্যাট

নিজের সৌন্দর্যকে কোনো দিন হারিয়ে যেতে দিতে চান না রেখা, ‘সমস্ত ইতিবাচকতা দিয়ে আমি সৌন্দর্য ধরে রাখতে চাই। প্রতিদিনই নিজেকে যেন মনে হয় নতুন।’

সূত্র: ভোগ