জাহ্নবীর চোকার, শেহনাজের শাড়ি, বিদ্যার লেহেঙ্গার দাম শুনলে অবাক হয়ে যাবেন

১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। তার আগে চলছে একের পর এক অনুষ্ঠান। ‘সংগীত’ অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড তারকাদের একটা বড় অংশ। তাঁদের বেশির ভাগই পরেছেন নামকরা সব ডিজাইনার এবং ফ্যাশন হাউসের কাস্টম মেড পোশাক। অনেকে আবার পোশাক নিয়েছেন বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড থেকে। যাঁরা পোশাক বা গয়না কিনে বা সংগ্রহ করে পরেছেন, তাঁদের সে পোশাক, গয়নার দামও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখে নেওয়া যাক অনন্ত–রাধিকার সংগীত অনুষ্ঠানে জাহ্নবীর গয়না এবং শেহনাজ গিল ও বিদ্যা বালানের পোশাকের দাম।

আলোচিত, সমালোচিত, বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’–এর একমাত্র অংশগ্রহণকারী হিসেবে শেহনাজ গিল দাওয়াত পেয়েছেন অনন্ত-রাধিকার সংগীতে
শেহনাজের পরনে ছিল ‘হাউস অব মাসাবা’র সোনারি প্রিন্টের শাড়ি। শাড়িটি তিনি পরেছেন একরঙা সোনালি ব্রালেট দিয়ে। শাড়িটির নকশা করেছেন মাসাবা গুপ্তা। মাসাবা বলিউড তারকা নীনা গুপ্তার মেয়ে। অভিনয় করেছেন নেটফ্লিক্সের ‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজে
শাড়িটির জমিনটাই অনন্য, দেখলে মনে হয় যেন নরম চামড়ায় তৈরি। আর শরীরের সঙ্গে লেগে আছে
শাড়িটির নাম ‘মাসাকালি’, দাম ৩৮ হাজার রুপি
এর সঙ্গে শেহনাজ পরেছিলেন হিরার নেকলেস, ব্রেসলেট আর দুলের সেট
অনেক দিন ধরেই দৃশ্যপটে নেই বলিউড তারকা বিদ্যা বালান। বড় পর্দা থেকে বিরতির নেওয়ায় তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখাও যায় না। তবে দেখা যাচ্ছে অনন্ত–রাধিকার বিয়ের বিভিন্ন আয়োজনে। সর্বশেষ সংগীত অনুষ্ঠানে দেখা দিলেন জীবনসঙ্গী সিদ্ধার্থ রায় কাপুরের হাত ধরে।
এদিন বিদ্যা দেখা দেন একটা ফুলেল প্রিন্টের লেহেঙ্গায়। যদিও লেহেঙ্গার প্রিন্ট বা নকশা কোনোটাই পছন্দ করেনি ফ্যাশনিস্তারা। ‘চিপ লুকিং’ বলে মন্তব্য করেছেন অনেকে। বরাবরই বিদ্যা তাঁর ‘ফ্যাশন সেন্স’ নিয়ে সমালোচিত হয়ে আসছেন। সিদ্ধার্থের পরনে ছিল ‘মিরর ওয়ার্ক’ ও এমব্রয়ডারির কাজ করা কালো পাঞ্জাবি। সেটি তিনি পরেছেন সাদা পায়জামার সঙ্গে
সে যা–ই হোক, বিদ্যার লেহেঙ্গাটি ফ্যাশন হাউস ‘গজল গুপ্তা’ থেকে নেওয়া। দাম ৭৯ হাজার ৯০০ রুপি
বিদ্যা সম্প্রতি বেশ ওজন কমিয়ে একেবারে ঝরঝরে হয়ে দেখা দিয়েছেন। ইনস্টাগ্রামে বিদ্যার এই ছবির নিচে একজন আবার মন্তব্য করেছেন, ‘বডি পজিটিভিটির কথা বলে এভাবে ওজন কমানো প্রতারণার শামিল!’
জাহ্নবী কাপুরের পরনের লেহেঙ্গাটি কাস্টমাইজড করে বানিয়েছেন ফ্যাশন ডিজাইনার অর্পিতা মেহতা
জাহ্নবীর গলার চোকার ও কানের দুল মিলিয়ে সেটটি নেওয়া হয়েছে ‘হাজুরিলাল লিগ্যাসি’ থেকে। বিভিন্ন রঙের মুক্তা আর দামি পাথরে তৈরি চোকারটির দাম ৫২ লাখ রুপি!