১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। তার আগে চলছে একের পর এক অনুষ্ঠান। ‘সংগীত’ অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড তারকাদের একটা বড় অংশ। তাঁদের বেশির ভাগই পরেছেন নামকরা সব ডিজাইনার এবং ফ্যাশন হাউসের কাস্টম মেড পোশাক। অনেকে আবার পোশাক নিয়েছেন বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড থেকে। যাঁরা পোশাক বা গয়না কিনে বা সংগ্রহ করে পরেছেন, তাঁদের সে পোশাক, গয়নার দামও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখে নেওয়া যাক অনন্ত–রাধিকার সংগীত অনুষ্ঠানে জাহ্নবীর গয়না এবং শেহনাজ গিল ও বিদ্যা বালানের পোশাকের দাম।