৯৬তম অস্কার

লালগালিচার সেরা ১২ ফ্যাশন-মুহূর্ত

৯৬তম অস্কারের মঞ্চ ‘ওপেনহেইমার’–এর দখলে থাকলেও লালগালিচা একক কারও দখলে ছিল না। ছিল নানা রঙে, ঢঙে বর্ণিল, জমকালো। কেবল চলচ্চিত্রের জন্যই নয়, বিশ্ব ফ্যাশনের জন্যও অস্কারের লালগালিচা খুবই গুরুত্বপূর্ণ। হলিউড থেকে শুরু করে খেলার জগতের তারকা—লালগালিচায় সবাই নজর কেড়েছেন। হারপার বাজার, ভ্যারাইটি ও সিএনএন অনুসারে জেনে নেওয়া যাক এ বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটারে অস্কারের লালগালিচায় যাঁরা নিজেদের ফ্যাশন দিয়ে মুগ্ধ করেছেন বিশ্বকে, তাঁরা কারা। যাঁদের নাম উঠে এসেছে বারবার, সেগুলোই শুধু এই তালিকায় থাকল।

জেনডায়া
ছবি: রয়টার্স

১. জেনডায়া

অস্কার মঞ্চে ফ্যাশন নিয়ে কথা হবে আর জেনডায়ার নাম থাকবে না, তা কি হয়? বরাবরের মতোই ভক্তদের মুখ উজ্জ্বল করেছেন ২৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ও গায়িকা। সব জরিপেই সেরা পোশাকের তালিকায় এসেছে এই ফ্যাশন আইকনের নাম। অস্কারের মঞ্চে জেনডায়ার পরনে ছিল জর্জিও আর্মানি প্রিভের সিল্ক গাউন। রোজ গোল্ড গাউনে ছিল এমব্রয়ডারি করা পামগাছের নকশা। এ ছাড়া গলায় ছিল বুলগারির ড্রপ ইয়াররিং আর ব্রেসলেট।

জেনিফার লরেন্স

২. জেনিফার লরেন্স

অস্কারের মঞ্চে পলকা ডট নকশা ফেরত এনেছেন ৩৩ বছর বয়সী মার্কিন তারকা জেনিফার লরেন্স। ডিওরের নকশা করা কালো গাউনের পুরোটাজুড়েই ছিল সাদা পলকা ডট।

ক্যারি মুলিগান

৩. ক্যারি মুলিগান

সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়া ৩৮ বছর বয়সী ক্যারি মুলিগান দেখা দেন কালো কাঁধখোলা মারমেইড গাউনে। গাউনের নিচের প্রান্ত সাদা নেটের সূক্ষ্ম কাপড়ে ছড়ানো। সঙ্গে ছিল কনুই পর্যন্ত লম্বা কালো গ্লাভস। গাউনটি ১৯৫১ সালে নকশা করা ব্যালেন্সিয়াগার ক্ল্যাসিক সংগ্রহ থেকে কাস্টমাইজড করে নেওয়া। সঙ্গে কানে ছিল ফ্রেড লেইটনের হিরের দুল।

ফ্লোরেন্স পিউ

৪. ফ্লোরেন্স পিউ


‘ওপেনহেইমার’ ও ‘ডুন ২’ তারকা ২৮ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ আগুন ঝরিয়েছেন ধূসর মেটালিক পোশাকে। সিল্কের ধূসর স্কার্টের সঙ্গে ছিল দেল কোরের শিয়ার করসেট টপ। এলিভেটেড স্লিভসের সঙ্গে ছিল ডিপ ভি নেকলাইন। বুলগারির হীরার নেকলেস ও আংটিতে পূর্ণতা পেয়েছে তাঁর সাজ।

আমেরিকা ফেরেরা

৫. আমেরিকা ফেরেরা

অস্কারের মঞ্চে ‘বার্বি’ তারকারা যেখানে নিজেদের ভাঙতে ব্যস্ত ছিলেন, সেখানে ৩৯ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ও প্রযোজক আমেরিকা ফেরেরা হাজির হয়েছিলেন বার্বিকোরে। ভারসাচের তৈরি গোলাপি গাউনজুড়ে ছিল চুমকির কাজ।

অ্যানা টেলর–জয়

৬. অ্যানা টেলর–জয়


‘ডুন ২’ সিনেমার আরেক তারকা ২৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী অ্যানা টেলর–জয় হাজির হয়েছিলেন ডিওরের জুনন ড্রেসে। গ্রিক বিবাহের দেবী জুননের নামে রাখা হয়েছে এই পোশাকের নাম। ডিওরের ১৯৪৯ ফল-উইন্টার মৌসুমের কাস্টম পোশাকে হাজির হয়েছিলেন অ্যানা। ধূসর পোশাকে ছিল চুমকির কাজ। আর গাউনজুড়ে ছিল ময়ূরের পাখার মতো নকশা।

মিশেল ইয়ো

৭. মিশেল ইয়ো

গত বছর অস্কারের সেরা অভিনেত্রী ৬১ বছর বয়সী মালয়েশিয়ান তারকা মিশেল ইয়োর দেখা মিলেছে ধূসর ব্যালেন্সিয়াগার গাউনে।

রায়ান গসলিং

৮. রায়ান গসলিং

৪৩ বছর বয়সী কানাডীয় অভিনেতা রায়ান গসলিং নজর কেড়েছেন সিকুইন ট্রিম দেওয়া কালো শার্ট, কালো স্যুট আর প্যান্টে।

ডোয়াইন দ্য রক জনসন

৯. ডোয়াইন দ্য রক জনসন

অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে আবারও রেসলিংয়ে মনোযোগ দিয়েছেন ৫১ বছর বয়সী ‘দ্য রক’। তবে অস্কারের জন্য ঠিকই সময় বের করেছেন তিনি। লালগালিচায় রককে দেখা গেছে ডলচে ও গ্যাবানার ধূসর স্যুটে।

রজার ফেদেরার

১০. রজার ফেদেরার

শুধু দ্য রক নয়, ৪২ বছর বয়সী সুইস টেনিস তারকা রজার ফেদেরারও হাজির হয়েছিলেন অস্কার মঞ্চে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্কারের মঞ্চে দেখা গেল ফেদেরারকে। তাঁর নাকি ঘরে তেমন কাজ ছিল না, খেলাও নেই। তাই স্ত্রী মিরকা ফেদেরারকে নিয়ে অস্কার উপভোগ করেছেন ফেদেরার।

সান্দ্রা হলার

১১. সান্দ্রা হলার

অস্কারের মঞ্চে ৪৫ বছর বয়সী জার্মান অভিনেত্রী সান্দ্রা হলার হাজির হয়েছিলেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড শিপারেল্লির কালো মখমলের গাউনে। গাউনের হাতা তৈরি করা হয়েছিল প্রজাপতির পাখার ডিজাইনে।

হেইলি স্টাইনফিল্ড

১২. হেইলি স্টাইনফিল্ড

লেবানিজ ফ্যাশন ব্র্যান্ড এলি সাবের গাউনে অস্কারের মঞ্চে দেখা গেছে ২৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ও গায়িকা হেইলি স্টাইনফিল্ডকে। প্যাস্টেল ব্লু রঙের গাউনের ওড়নাটি হাতের বডি জুয়েলারির সঙ্গে যুক্ত। ফলে সেটা দেখাচ্ছিল প্রজাপতির মতো। পোশাকে ছিল সোনার পাতলা পাত আর সোনালি জরির এমব্রয়ডারির কাজ।