টুইটারে হ্যাশট্যাগ দিয়ে গার্লস পাওয়ার বা ইন্সপায়ারিং ওমেন হিসেবে যতজনকে দেখা যাবে, তার মধ্যে কমন পড়বে মেই মাস্কের নাম। আর সবচেয়ে বেশি যে হ্যাশট্যাগে তাঁকে খুঁজে পাওয়া যাবে, সেটা ‘ইটস গ্রেট টু বি ৭৫’। হ্যাঁ, ঠিকই শুনছেন, সুপারমডেল মেই মাস্কের বয়স ৭৫ বছর। তিনি একাধারে সফল পুষ্টিবিদও। আর তাই এই বয়সেও বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে বক্তা হিসেবে ডেকে নেয় কাড়ি কাড়ি টাকা দিয়ে। শোনে তাঁর পরামর্শ। জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান এই সফল নারী ও সফল মা। ফলাও করে সফল মা বলার কারণ তাঁর সন্তানেরা। তিন সন্তানকেই প্রতিষ্ঠিত করেছেন এক হাতে। পাশাপাশি সামলেছেন মডেলিংয়ের মতো চ্যালেঞ্জিং পেশা। তাই মেই মাস্ককে যতই জানবেন, ততই অবাক হবেন।