৭৫ বছর বয়সী এই সুপারমডেলের সন্তান কারা জানলে অবাক হবেন

টুইটারে হ্যাশট্যাগ দিয়ে গার্লস পাওয়ার বা ইন্সপায়ারিং ওমেন হিসেবে যতজনকে দেখা যাবে, তার মধ্যে কমন পড়বে মেই মাস্কের নাম। আর সবচেয়ে বেশি যে হ্যাশট্যাগে তাঁকে খুঁজে পাওয়া যাবে, সেটা ‘ইটস গ্রেট টু বি ৭৫’। হ্যাঁ, ঠিকই শুনছেন, সুপারমডেল মেই মাস্কের বয়স ৭৫ বছর। তিনি একাধারে সফল পুষ্টিবিদও। আর তাই এই বয়সেও বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে বক্তা হিসেবে ডেকে নেয় কাড়ি কাড়ি টাকা দিয়ে। শোনে তাঁর পরামর্শ। জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান এই সফল নারী ও সফল মা। ফলাও করে সফল মা বলার কারণ তাঁর সন্তানেরা। তিন সন্তানকেই প্রতিষ্ঠিত করেছেন এক হাতে। পাশাপাশি সামলেছেন মডেলিংয়ের মতো চ্যালেঞ্জিং পেশা। তাই মেই মাস্ককে যতই জানবেন, ততই অবাক হবেন।

কানাডায় জন্ম হলেও মেই মাস্ক বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকায়। মা-বাবার সঙ্গে তাঁর ছোটবেলা কেটেছে কালাহারি মরুভূমিতে ঘুরে ঘুরে। কারণ, মেই মাস্কের বাবা জসুয়া নরমান হাল্ডেম্যান ছিলেন প্রত্নতত্ত্ববিদ
ছবি: মেই মাস্কের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া
দক্ষিণ আফ্রিকাতেই ডায়েট ও পুষ্টি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন মেই মাস্ক। একজন ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ হিসেবে এর চেয়ে ভালো ছবি আর কী হতে পারে মেই মাস্কের! এই ছবি পোস্ট করে মেই সবাইকে সতেজ ফলমূল খেতে আহ্বান জানিয়েছেন
১৯৬৯ সালে দক্ষিণ আফ্রিকার এক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে মেই মাস্ক গ্র্যান্ড ফিনাল পর্যন্ত পৌঁছেছিলেন। সে যাত্রায় মুকুট জিততে না পারলেও সেই অভিজ্ঞতা থেকে মডেলিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার সাহস করেছিলেন
এবারের মা দিবসে নিজের সন্তানদের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন মেই মাস্ক। সেই সঙ্গে জানিয়েছেন তিনি পৃথিবীর সবচেয়ে সুখী ও ভাগ্যবান মা। তিনি সন্তানদের কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছেন, সন্তানদেরও পাশে থাকার চেষ্টা করেছেন সব সময়। তাঁর তিন সন্তানের মধ্যে একজন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক, আরেক সন্তান উদ্যোক্তা ও শেফ কিম্বাল মাস্ক এবং মেয়ে সফল চলচ্চিত্র নির্মাতা টোসকা মাস্ক
ইরোল মাস্ক নামের এক প্রযুক্তিবিদকে বিয়ে করেন মেই। ৯ বছর পর যখন বিচ্ছেদ হয়, মেই মাস্ক তখন তিন সন্তানের মা। বিচ্ছেদের পর মেই ফিরে আসেন কানাডায়। সন্তানদের নিয়ে শুরু হয় একা মায়ের টিকে থাকার লড়াই
পুষ্টিবিদ হিসেবে সে সময় রোগী বা সেবাগ্রহীতা পাওয়া বেশ কঠিন ছিল। কোনো চিকিৎসক রোগীকে পুষ্টিবিদের কাছে পাঠানোর পরামর্শ দিলে হাতে কাজ পেতেন মেই মাস্ক। তাই শুধু পুষ্টিবিদ হিসেবে সন্তানদের নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছিল
মেই কাজে লাগালেন নিজের আরেক অভিজ্ঞতা, সেটা মডেল হিসেবে পথচলা। অন্য মডেলরা যে সময় মডেলিং পেশাকে বিদায় জানাতে শুরু করেন, মেই মাস্কের শুরু সেই বয়সে। শো থাকলে সন্তানদের নিয়েই ছুটতে হতো তাঁকে
মেই মাস্ক এ মাসে মেয়ের নির্মিত সিনেমার প্রিমিয়ারে গেলেন লন্ডনে। নির্মাতা হিসেবে মেই মাস্কের মেয়ে টোসকা মাস্ক সুনাম কুড়াচ্ছেন
২২ জুন থেকে মেই মাস্কের মেয়ে টোসকার সিনেমা ‘গ্যাব্রিয়েলস রিডেম্পশন’ দেখা যাবে প্যাশনফ্লিক্সে
গতকাল (১৩ জুন) মেই মাস্ক এই ছবি পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। ইংল্যান্ডে বেড়াতে গিয়ে বন্ধুর কুকুরের সঙ্গে কেটেছে সুন্দর সময়
গ্রিসের এথেন্সে ‘ইনস্টাইল’ ম্যাগাজিনের ফটোশুট করতে গিয়েছিলেন মেই মাস্ক। এথেন্সে গেছেন আর ছেলের শোরুমে যাবেন না, তা কী হয়! ইলন মাস্কের টেসলার শোরুমে এভাবেই ক্যামেরায় ধরা দিলেন গত মে মাসে
ষাটের দশকে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন মেই মাস্ক, যাত্রা এখনো অব্যাহত। টমি হিলফিগারের মতো বিশ্বের বিখ্যাত অনেক ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়েছেন মেই। একাধারে হেঁটেছেন র‍্যাম্পে, হয়েছেন ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল। (ছবিটি টমি হিল ফিগারের ফটোশুটের, ছবিতে বাঁ থেকে দ্বিতীয় মেই মাস্ক)
‘আ ওম্যান মেকস আ প্ল্যান, অ্যাডভাইস ফর আ লাইফটাইম অব অ্যাডভেঞ্চার, বিউটি অ্যান্ড সাকসেস’ নামে মেই মাস্ক লিখেছেন বইও, যা ১০০টি দেশে ২৮টি ভাষায় প্রকাশিত হয়েছে
গত মে মাসে ওয়ার্ল্ড ইনফ্লুয়েনসার ফোরাম থেকে বেস্ট ফিমেল এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন মেই মাস্ক। আগেও অসংখ্য সম্মাননা ও পুরস্কার এসেছে তাঁর ঘরে
২০২২ সালে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে সুইমস্যুট পরে হাজির হন মেই মাস্ক। কে বলবে তখন তাঁর বয়স ৭৪!
‘ইনস্টাইল’ ম্যাগাজিনের গ্রিস সংস্করণের ২৮ মে সংখ্যার প্রচ্ছদমুখ হয়েছেন ৭৫ বছরের এই সুপারমডেল। কাঁধখোলা কালো গাউনে যেন আরও ঝলমল করছেন মেই