১২ জুলাই শুক্রবার সন্ধ্যা থেকে অনেকেই তাকিয়ে ছিলেন আম্বানিবাড়ির নতুন বউয়ের সাজ দেখবেন বলে। যে বিয়ে নিয়ে কয়েক মাসের নানা আয়োজন, আজ যেন তা পূর্ণতা পেল। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসেছে ভারতের মুম্বাইয়ে। দুনিয়ার সব নামজাদা তারকা এসেছেন বিয়ের অতিথি হয়ে। তাঁদের নানা ছবি সামনে এলেও এই বিয়ের মূল আকর্ষণ তো জিইয়ে রেখেছিলেন স্বয়ং রাধিকা মার্চেন্ট। এবার সেই ছবি সামনে এল। দেখুন, বিয়ের কনে রাধিকা মার্চেন্টের ফাইনাল লুক।