রাধিকা মার্চেন্টের বিয়ের ফাইনাল লুক

১২ জুলাই শুক্রবার সন্ধ্যা থেকে অনেকেই তাকিয়ে ছিলেন আম্বানিবাড়ির নতুন বউয়ের সাজ দেখবেন বলে। যে বিয়ে নিয়ে কয়েক মাসের নানা আয়োজন, আজ যেন তা পূর্ণতা পেল। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসেছে ভারতের মুম্বাইয়ে। দুনিয়ার সব নামজাদা তারকা এসেছেন বিয়ের অতিথি হয়ে। তাঁদের নানা ছবি সামনে এলেও এই বিয়ের মূল আকর্ষণ তো জিইয়ে রেখেছিলেন স্বয়ং রাধিকা মার্চেন্ট। এবার সেই ছবি সামনে এল। দেখুন, বিয়ের কনে রাধিকা মার্চেন্টের ফাইনাল লুক।

রাধিকার বিয়ের ছবি অনলাইনে প্রথম শেয়ার করেছেন ⁠ স্টাইলিস্ট রিয়া কাপুর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বিয়েতে রাধিকা পরেছেন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা পোশাক।
আইভরি রঙের এই লেহেঙ্গা তৈরি হয়েছে চমৎকার কাট-ওয়ার্ক জারদৌজি কাজে। গুজরাটি ট্র্যাডিশনাল কনের আদলে সাদা-লালের ছোঁয়া আছে তাতে।
একাধিক ওড়না ব্যবহার করা হয়েছে ড্রিপিং করতে। আর এই পর্বের দায়িত্বে ছিলেন জনপ্রিয় শাড়ি ড্রেপার ডলি জৈন।
মাথার ওড়নাটি জলি আর কাটওয়ার্ক করা ৮০ ইঞ্চি লম্বা ট্রেইলে সুবিন্যস্ত। এর সঙ্গে আলাদা করে একটা এমব্রয়ডারি করা লাল ওড়না হাতের একপাশ দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে অনেকটা নাটকীয় ঢঙে।
রাধিকা বিয়েতে যত গয়না পরেছেন, সবই তাঁর নানি, মা ও বোনের। বুঝতেই পারছেন, এসব গয়নার বয়স একেবারে কম নয়।
⁠অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট যে প্রাণিপ্রেমী, তা বিয়ের প্রথম আয়োজন থেকেই চোখে পড়েছে। বিয়েতে কনের ফটোশুটের চারপাশে ময়ূরের হাঁটাচলা দেখে তাই অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন কেউ কেউ।