শ্রদ্ধার প্রেমিক রোহানের ক্যামেরায় বলিউড তারকারা

বলিউডের তারকা ফটোগ্রাফারদের মধ্যে প্রথম সারিতে থাকবে রোহান শ্রেষ্ঠর নাম। তাঁর আরেক পরিচয়, তিনি বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের প্রেমিক। এমন কোনো বলিউড তারকা নেই, যিনি ধরা পড়েননি রোহানের ক্যামেরায়। এদিকে রোহান আর শ্রদ্ধার বিয়ের আয়োজন চলছে। এই ফাঁকে দেখে নেওয়া যাক, রোহানের ক্যামেরায় পোজ দেওয়া কয়েকজন বলিউড তারকার ছবি। বলিউডের মডেল ফটোগ্রাফি সম্পর্কে ধারণা দেবে ছবিগুলো। এগুলোর বেশির ভাগই বিভিন্ন ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য তোলা। সব ছবি রোহান শ্রেষ্ঠর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
‘হারপার’স বাজার’ ম্যাগাজিনের প্রচ্ছদে সারা আলী খান। ইস্যুর শিরোনাম ‘ইয়াং, ওয়াইজ অ্যান্ড ফ্রি’
 ‘হারপার’স বাজার’ ম্যাগাজিনের প্রচ্ছদে সারা আলী খান। ইস্যুর শিরোনাম ‘ইয়াং, ওয়াইজ অ্যান্ড ফ্রি’
আইডিভার ফটোশুটে জাহ্নবী কাপুর
কারিশমা, কারিনা দুই বোন
রণবীর সিং
‘পিকক’ ম্যাগাজিনের বিশেষ সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছিলেন কৃতি শ্যানন। চারটি লুকে এই ফটোশুটের মূল আলোকচিত্রী ছিলেন রোহান
শহীদ কাপুর
ফিল্মফেয়ারের ফটোশুটে আয়ুষ্মান খুরানা
হ্যালো ইন্ডিয়ার জন্য লিসা হেইডোন
কার্তিক আরিয়ান
শ্রদ্ধা ছাড়া রোহান সবচেয়ে বেশি ছবি তুলেছেন সারা আলী খান, জাহ্নবী কাপুর আর অনন্যা পান্ডের  
আমির খান
হ্যালো ম্যাগাজিনের জন্য পোজ দিয়েছেন অদিতি রাও হায়দারি
সাদাকালোয় জমকারো অদিতি
ফেমিনার প্রচ্ছদে রণবীর সিংয়ের এই ছবিটিও রোহানের তোলা
‘হারপার’স বাজার’–এর প্রচ্ছদের জন্য ভাই–বোন অর্জুন–জাহ্নবীর ছবিও রোহানের তোলা
রোহানের ক্যামেরায় সাদাকালো বিজয় দেবরাকোন্ডা
রোহানের ক্যামেরায় অনন্যা পান্ডে
প্রয়াত সুশান্ত সিং রাজপুত
রোহানের ক্যামেরায় প্রয়াত ইরফান খান
রোহানের ক্যামেরায় শচীন টেন্ডুলকার
মহেন্দ্র সিং ধোনি
সানিয়া মীর্জা তখন গর্ভবতী
রাজকুমার রাও–ও পোজ দিয়েছেন রোহানের ক্যামেরায়
‘এক্সিবিট’ ম্যাগাজিনের জন্য তোলা তারা সুতারিয়ার এই ছবি
স্যাকরেড গেমসের দ্বিতীয় সিজন মুক্তার আগ দিয়ে নেটফ্লিক্সের জন্য জনপ্রিয় এই সিরিজের তারকাদের একটা বিশেষ ফটোশুট করেছিলেন রোহান। তারই একটিতে সাইফ আলী খান
বাদ যাননি পূজা হেগড়েও
ওয়েডিং অ্যাফেয়ারের প্রচ্ছদে ভূমি, রোহানের তোলা ছবি
আবারো সারা
ট্রাভেল প্লাস লেজার ইন্ডিয়ার জন্য মালাইকার এই ছবিটি তুলেছিলেন রোহান
সোবিতা ধুলিপালা
পরিনীতি চোপড়া