বলিউডের তারকা ফটোগ্রাফারদের মধ্যে প্রথম সারিতে থাকবে রোহান শ্রেষ্ঠর নাম। তাঁর আরেক পরিচয়, তিনি বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের প্রেমিক। এমন কোনো বলিউড তারকা নেই, যিনি ধরা পড়েননি রোহানের ক্যামেরায়। এদিকে রোহান আর শ্রদ্ধার বিয়ের আয়োজন চলছে। এই ফাঁকে দেখে নেওয়া যাক, রোহানের ক্যামেরায় পোজ দেওয়া কয়েকজন বলিউড তারকার ছবি। বলিউডের মডেল ফটোগ্রাফি সম্পর্কে ধারণা দেবে ছবিগুলো। এগুলোর বেশির ভাগই বিভিন্ন ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য তোলা। সব ছবি রোহান শ্রেষ্ঠর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।