পোশাক

শিশুদের পোশাকেও দেশ

পোশাকের মধ্য দিয়েই হয়ে যাচ্ছে বাংলা বর্ণমালা ও ছড়ার সঙ্গে পরিচয়। মডেল: সানফি ও আরিব। পোশাক : দেশাল
ছবি : সুমন ইউসুফ

শিশুদের পোশাকেও আছে কবিতা-ছড়ার ব্যবহার। কখনো কখনো কার্টুন। উপদেশমূলক লোককাহিনির চিত্রিত রূপও চোখে পড়ে।

শিশুর পোশাকে বেশি দেখা যায় ছড়ার ব্যবহার

বাহার রহমান যেটা বলেছেন—এ ধরনের নকশার পোশাক প্রবাসে, এমনকি দেশেও শিশুদের বাংলা কবিতা-ছড়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

শিশুর পোশাকে উজ্জ্বল রং আর মজার অলংকরণ

দেশি সংস্কৃতির সঙ্গে শিশুর একটা যোগসূত্র তৈরি হয়। আর ডিজাইনে দেখা যায় উজ্জ্বল রং আর মজার অলংকরণ, যাতে শিশুদের ভালো লাগে।