একসময় বাংলাদেশে ফ্যাশন ব্র্যান্ড বলতে তেমন কিছুই ছিল না। প্রতিবেশী দেশই দখলে রেখেছিল ফ্যাশনের বাজার। আর হাই ফ্যাশন মানেই ছিল পাশ্চাত্যের দাপট। সেখান থেকে বেরিয়ে এখন ধীরে ধীরে কেবল ফ্যাশনের ব্র্যান্ড নয়, বিউটি আর জুয়েলারির ক্ষেত্রেও বাংলাদেশ নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর আন্তর্জাতিক ফ্যাশনের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলছে। কাস্টমারের সঙ্গে পরামর্শ করে বানিয়ে দিচ্ছেন ডিজাইনার’স ড্রেস। মেরিল–প্রথম আলো পুরস্কারের সর্বশেষ আয়োজনের লালগালিচায়ও তাঁর প্রতিফলন পাওয়া গেল। লালগালিচায় হাঁটা নারী তারকাদের অর্ধেকের বেশির পরনে ছিল শাড়ি। আর সেসব শাড়ির বেশির ভাগই আবার দেশি ঐতিহ্যবাহী জামদানি। চোখ বুলিয়ে নেওয়া যাক জামদানিগুলোতে।