মেরিল–প্রথম আলো পুরস্কার

শাড়ির ভিড়ে জামদানির জয়জয়কার

একসময় বাংলাদেশে ফ্যাশন ব্র্যান্ড বলতে তেমন কিছুই ছিল না। প্রতিবেশী দেশই দখলে রেখেছিল ফ্যাশনের বাজার। আর হাই ফ্যাশন মানেই ছিল পাশ্চাত্যের দাপট। সেখান থেকে বেরিয়ে এখন ধীরে ধীরে কেবল ফ্যাশনের ব্র্যান্ড নয়, বিউটি আর জুয়েলারির ক্ষেত্রেও বাংলাদেশ নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর আন্তর্জাতিক ফ্যাশনের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলছে। কাস্টমারের সঙ্গে পরামর্শ করে বানিয়ে দিচ্ছেন ডিজাইনার’স ড্রেস। মেরিল–প্রথম আলো পুরস্কারের সর্বশেষ আয়োজনের লালগালিচায়ও তাঁর প্রতিফলন পাওয়া গেল। লালগালিচায় হাঁটা নারী তারকাদের অর্ধেকের বেশির পরনে ছিল শাড়ি। আর সেসব শাড়ির বেশির ভাগই আবার দেশি ঐতিহ্যবাহী জামদানি। চোখ বুলিয়ে নেওয়া যাক জামদানিগুলোতে।
চমৎকার একটি সাদা জামদানিতে উপস্থিত হন ছোট ও বড় পর্দার অভিনেত্রী রুনা খান
ছবি: খালেদ সরকার
অনলাইন শপিংয়ের ওস্তাদ শবনম ফারিয়া। এই লাল জামদানি তিনি নিয়েছেন ‘হ্যালো বেলেসিমা’ থেকে। হাতে আর কানে যে সোনার গয়না দেখছেন, তা তাঁর মা–বাবা বানিয়ে দিয়েছিলেন ২০১৫ সালে
ক্রিমসন রেড জামদানি, নকশা করা বেল্টে সারিকা সাবা
সবার আগে কালো জামদানিতে লালগালিচা মাড়িয়েছেন অভিনয়শিল্পী ও মডেল দোয়েল
স্লিভলেস বোট গলার ব্লাউজ আর মৃদু মিষ্টিরঙা চমৎকার একটি জামদানিতে নিজেকে উপস্থাপন করেছেন অভিনেত্রী মম। কানে গুঁজেছেন মাধবীলতা
অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীর শাড়ি আর গয়না—সবই নেওয়া হয়েছে দেশি লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং থেকে
সাদা আর বটল গ্রিন রঙের আঁচলের জামদানি শাড়িতে দিলারা জামান
কৃষ্ণচূড়া মোটিফে বাঁধনকে এই শাড়ি বানিয়ে দিয়েছে নোবো। নোবোর ‘ওয়াক ইন দ্য পার্ক’ কালেকশন থেকে নেওয়া শাড়িটি। পার্কে মাটির ওপর কৃষ্ণচূড়া ঝরে পড়লে যেমন দেখায়, শাড়িটির জমিনে সেটিই ফুটে উঠেছে। মায়ের সঙ্গে মিলিয়ে মেয়ে সায়রাও পরেছেন একই নকশার কামিজ
কালো স্লিভলেস ব্লাউজের সঙ্গে স্বাগতা পরেছেন নীলচে বেগুনি জামদানি। তাঁর গলার হারটি নজরকাড়া
সাদা ও আকাশি নীল রঙের জামদানিতে নোভা