তারকা মডেল

বিয়ের আগে আবারও বিচ্ছেদ জিজি হাদিদের

আবারও বিচ্ছেদের সুর জিজির ঘরে
ছবি: জিজি হাদিদের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এই মুহূর্তে ফ্যাশন আর সংগীতের দুনিয়ার সবচেয়ে বড় খবর এটিই। বিচ্ছেদ হয়ে গেল ২৬ বছর বয়সী মার্কিন টপ মডেল জিজি হাদিদ আর তাঁর চেয়ে বছর দুয়েকের বড় ব্রিটিশ সংগীত তারকা জায়ান মালিকের। এই জুটির মেয়ে খাইয়ের বয়স ১৩ মাস। বিচ্ছেদের পরেও দুজনে মিলে মেয়ের দায়িত্ব নেবেন। জিজি আর জায়ানের ভক্তরা যখন তাঁদের বিয়ের ঘোষণার জন্য উন্মুখ হয়ে আছেন, এমন সময় এল বিচ্ছেদের ঘোষণা। মেয়ে কোলে তাঁদের প্রিয় জুটিকে বিয়ের আসরে দেখার জন্য তর সইছিল না ভক্তদের। সেই আশা গুড়ে বালি!

এমন হাসিখুশি ছবি আপাততো ভক্তরা দেখতে পাবেন না, জুটি ভেঙ্গে গেছে জিজি–জায়ানের

কেন বিচ্ছেদ হলো বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত এই জুটির? গিগির মা ইয়োলান্ডা হাদিদ জানিয়েছে, হবু জামাতা জায়ান মালিক নাকি তাঁর গায়ে হাত তুলেছেন। এদিকে হবু শাশুড়ির গায়ে হাত তোলার অভিযোগ দিব্যি অস্বীকার করেছেন এই সংগীত তারকা। বিশ্বখ্যাত পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের প্রাক্তন এই সদস্য এক বিবৃতিতে বলেন, ‘আমি নাকি ইয়োলান্ডার গায়ে হাত তুলেছি! এটা শতভাগ মিথ্যা কথা। আমার ও জিজির সন্তানের কথা ভেবে আমি এই মুহূর্তে আর কিছুই বলতে চাই না। আমি আশা করব, ইয়োলান্ডা তার মিথ্যা অভিযোগ প্রত্যাহার করবে। আর বিষয়টির পারিবারিকভাবে সমাধান হবে।’

আপাততো এভাবে আর দেখা যাবে না জিজি ও জায়ানকে

তবে কথা–কাটাকাটি যে হয়েছে, সে কথা সত্যি। সেটি স্বীকার করে টুইটে ৩ কোটি ১০ লাখ অনুসারীর সঙ্গে বিষয়টি ভাগ করে নিয়েছেন জায়ান। সেখানে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, তাঁর (ইয়োলান্ডা হাদিদের) সঙ্গে আমার কথা–কাটাকাটি হয়েছে। জিজি তখন কাজে সপ্তাহখানেকের জন্য বাইরে ছিল। আর তিনি আমাদের সঙ্গে থাকছিলেন। খাই নিরাপদে আছে। আমি আর জিজি আপাতত আলাদা আছি। আশা করি, দ্রুতই এই পারিবারিক সংকটের সমাধান হবে।’
হাদিদের এক পারিবারিক বন্ধু দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওরা (জিজি ও জায়ান) আলাদা হয়ে গেছে। তবে ওরা দুজনই খুব ভালো অভিভাবক। দুজনই সমানভাবে তাদের সন্তানকে বড় করার দায়িত্ব নেবে। ইয়োলান্ডা জিজির ব্যাপারে খুবই রক্ষণশীল। যেটা তাঁর মেয়ে আর নাতনির জন্য সবচেয়ে ভালো হবে, তিনি তাই করবেন।’

মেয়ের সঙ্গে জিজি হাদিদ

তবে জিজি আর জায়ানের জন্য বিচ্ছেদের ঘটনা নতুন নয়। ২০১৫ সাল থেকে প্রেম করছেন এই জুটি। ২০১৮ সালে ঘোষণা দিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারেননি। আবার একসঙ্গেও বেশি সময় থাকতে পারেননি। তাই সম্পর্ক ভাঙা আর জোড়া লাগার নিয়মিত ঘটনায় পরিণত হয়। তবে ২০১৯ সালে এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁরা জানান, সব মিটমাট করে আবার একসঙ্গে আছেন তাঁরা। এরপর এক ছাদের নিচে তাঁদের সঙ্গে যুক্ত হলো আরও একজন। মেয়ে কোলে নিয়ে বিয়েটাও সেরে ফেলার কথা ছিল শিগগিরই। তার আগেই হয়ে গেল বিচ্ছেদ। তবে এটা তাঁদের কততম বিচ্ছেদ বলা মুশকিল।

জিজির বিয়ের খবরের অপেক্ষায় থাকা ভক্তরা পেলেন বিচ্ছেদের খবর

২০১৫ সালে ২১ বছর বয়সী জিজির জীবনে বিচ্ছেদের ঘটনা ঘটেছে দু-দুবার। প্রথমে মার্কিন গায়ক ও অভিনেতা জো জোনাসের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়। এরপর জিজির সম্পর্ক হয় অস্ট্রেলীয় সংগীতশিল্পী কডি সিম্পসনের সঙ্গে। কিন্তু সে সম্পর্কটিরও ইতি ঘটে সেই বছরেই। একই বছরে নতুন করে সম্পর্কে জড়ান জায়ান মালিকের সঙ্গে।
৫ ফুট সাড়ে ১০ ইঞ্চি উচ্চতার জিজি হাদিদ আড়াই বছর বয়স থেকেই শুরু করেন মডেলিং।