বুলগারির নাম শোনেনি, হালফ্যাশনের এমন অনুসারীকে রীতিমতো টর্চলাইট জ্বালিয়ে খুঁজতে হবে। ১৩৭ বছরের পুরোনো ইতালীয় এই লাক্সারি ব্র্যান্ডের প্রসাধনীতে প্রায়ই দেখা দেন হলিউড বলিউডের বড় বড় তারকা। জুয়েলারি, ঘড়ি, পারফিউম আর চামড়ার তৈরি নানা অনুষঙ্গের জন্য জগৎখ্যাত এই ব্র্যান্ড। সম্প্রতি এই লাক্সারি ব্র্যান্ড ‘বুলগারি মান টেরে এসেন্স’ নামে নতুন একটি পারফিউম বের করেছে। আর এই পারফিউমের বাংলাদেশের পণ্যদূত হয়েছেন বাংলাদেশি মডেল নিবিড় আদনান।
অনুভূতি জানিয়ে নিবিড় বললেন, ‘এত বড়, পুরোনো আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। বাংলাদেশি পণ্যদূত বেছে নিতে বুলগারি বাংলাদেশি এক এজেন্সির সঙ্গে যোগাোযোগ করেছিল। ওই এজেন্সি বাংলাদেশের বেশ কজন টপ মডেলের পোর্টফোলিও পাঠিয়েছিল। বুলগারি আমাকেই পছন্দ করে। মনে হয়, তাদের যে অন্যতম প্রধান মডেল, কানাডীয় নিক বেটম্যান, তাঁর সঙ্গে আমার লুকের খানিকটা মিল আছে, এ কারণেই আমাকে বেছে নিয়েছে। তবে যে কারণেই হোক, আমাকে নিয়েছে, এটাই বড় কথা। আমি খুবই আনন্দিত, সম্মানিত।’
পেশাদার মডেল হিসেবে নিবিড়ের ক্যারিয়ার প্রায় ১০ বছরের। বাংলাদেশের প্রথম সারির প্রায় সব ব্র্যান্ডের সঙ্গেই কাজ করেছেন। দীর্ঘ সময় কাজ করেছেন ভারতের মুম্বাইয়ে। আমাজন ইন্ডিয়া, রেমন্ড, স্পাইকার ছাড়াও অসংখ্য ভারতীয় ব্র্যান্ডের পণ্যের মুখ হিসেবে দেখা গেছে তাঁকে। সম্প্রতি বুলগারির সঙ্গে এই চুক্তি নিবিড়ের মডেলিং ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান পালকগুলোর অন্যতম।
ছয় ফুট উচ্চতার নিবিড় বাংলাদেশে এক্সট্যাসি, জেন্টল পার্ক, র নেশন, লা রিভসহ অনেক ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করেছেন। ঢাকা ও মুম্বাইয়ের বাইরে লন্ডন ও দুবাইভিত্তিক ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে নিবিড়ের।
অংশ নিয়েছেন ঢাকা ফ্যাশন উইক, বাংলাদেশ ফ্যাশন উইক, রেমন্ড স্প্রিং সামার রানওয়ে, ওয়েডিং জংশন মুম্বাই, খাদি বাই বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল, ফ্যাশন রানওয়ে, বাটেক্সপো বাই বিজিএমইএ, ইন্টারন্যাশনাল ওয়েভার ফেস্টিভ্যাল ফ্যাশন রানওয়ে, ওল্ড বন্ড স্ট্রিট লন্ডন, গীতাঞ্জলি ব্রাইডাল, জুরহেম ফেস্টিভ্যালসহ অনেক শোতে।
দেখা দিয়েছেন টেলিভিশন বিজ্ঞাপনে। বিভিন্ন সময়ে কাজ করেছেন গ্রামীণফোন, স্যামসাং, সিম্ফনি, অল ক্লিয়ার শ্যাম্পু, মেরিল, ইগলু আইসক্রিম—এসব ব্র্যান্ডের সঙ্গে।
এ মুহূর্তে ভারতের মুম্বাইয়ের একটি প্রথম সারির মডেলিং এজেন্সির সঙ্গে কাজ করছেন নিবিড়। এ ছাড়া ব্যাটে–বলে মিললে অভিনয়ও করেন।