ফুলেল ক্যাটরিনা

ফ্যাশনে ফুলেল বা ফ্লোরাল শুনলেই মনে হয় বসন্ত সংগ্রহ (স্প্রিং কালেকশন) থেকে আসা। আদতে ব্যাপারটা তা নয়। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে ফ্লোরাল এখন সারা বছর, সকাল–বিকেল সব সময় ট্রেন্ডি! বন্ধুর সঙ্গে বিকেলের আড্ডা থেকে অস্কারের পার্টি, শার্ট থেকে শাড়ি— সবখানেই চলনসই ফ্লোরাল, মানে ফুলের নকশার পোশাক। একনজরে দেখে নেওয়া যাক নামের আগে ‘মিস’ ঘুচিয়ে ‘মিসেস’ হতে চলা ক্যাটরিনা কাইফের ফুলেল নকশার পোশাকে ছয়টি লুক। ছবিগুলো ক্যাটরিনা কাইফের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
এই লাল লেহেঙ্গাটির ডিজাইনার সব্যসাচী। ‘সূর্যবংশী’ সিনেমার একটি গানে এই পোশাকে শুটিং হয়েছে। শুটিংয়ের ফাঁকেই ব্যক্তিগত আলোকচিত্রীকে দিয়ে ছবিগুলো তুলিয়েছিলেন তিনি। তারপর দেরি না করে টপাটপ পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লেহেঙ্গাটি উৎসবের আমেজ দেয়
এই লাল লেহেঙ্গাটির ডিজাইনার সব্যসাচী। ‘সূর্যবংশী’ সিনেমার একটি গানে এই পোশাকে শুটিং হয়েছে। শুটিংয়ের ফাঁকেই ব্যক্তিগত আলোকচিত্রীকে দিয়ে ছবিগুলো তুলিয়েছিলেন তিনি। তারপর দেরি না করে টপাটপ পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লেহেঙ্গাটি উৎসবের আমেজ দেয়
‘ম্যাচি ম্যাচি’ ফ্লোরাল ক্রপ টপ আর শর্টস। কানে সোনার দুল। আর উঁচু করে বাঁধা পনিটেইল। মেয়েদের আড্ডায় এমন পোশাক খুব মানানসই
এটাকেই বোধ হয় বলে ক্ল্যাসিক মিনি ড্রেস। সত্তর থেকে নব্বইয়ের দশকে এমন পোশাক বেশ জনপ্রিয় ছিল, এখনো ফুরিয়ে যায়নি। প্রায়ই ফ্যাশনের আলাপে অংশ নেয় এই পোশাক। নিজের বিউটি ব্র্যান্ড ‘কে বাই ক্যাটরিনা’কে পরিচিত করানোর দিনে এই পোশাক পরেছিলেন এই বলিউড তারকা
ক্যাজুয়াল চিকও হতে পারে ফ্লোরাল। সাদার ওপর ফুলেল নকশার লেস বসানো এই ফ্রক ক্যাটরিনা পরেছেন ক্রপড জ্যাকেট দিয়ে। এটা ‘ইভিনিং আউট ইন টাউন’ লুক
এই অফ শোল্ডার ফ্লোরাল ড্রেসটি ক্যাটরিনা পরেছিলেন তুরস্কের ইস্তাম্বুলে। উজ্জ্বল এই জামার কাটিং আর ডিজাইন এমন যে এটি একটি ফেমিনিন লুক দেয়
এই যে ক্যাটরিনা ফুলেল হুডি গায়ে চাপিয়ে শীতের সকালে পার্কে হাঁটছেন। টাসেলও ঝুলছে। এর সঙ্গে তিনি পরেছেন ক্যাজুয়াল জিনস। আপনি চাইলে এই শীতে এমন একটি হুডি কিনতেই পারেন। তবে সত্যি সত্যি পার্কে হাঁটতে বেরিয়েছেন, না হাঁটার পোজে ছবি তুলতে—তা অবশ্য তর্কসাপেক্ষ