মিলানে প্রাদার ভার্চুয়াল ফ্যাশন শো
মিলানে প্রাদার ভার্চুয়াল ফ্যাশন শো

মিলান ফ্যাশন উইক স্প্রিং-সামার ২০২১

প্রাদায় সিমন্স যুগের সূচনা

গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ফ্যাশন পরিমণ্ডলে চমক ছিল মিউসিয়া প্রাদার সঙ্গে র‌্যাফ সিমন্সের গাঁটছড়া। সবাইকে অবাক করে দিয়ে প্রাদা ঘোষণা দেন সিমন্সের যোগদানের। এরপর বিশ্বকে অচল করে দেয় করোনাভাইরাস। মহামারির কারণে ইতালির অবস্থা ছিল শোচনীয়। বন্ধ ছিল সব কাজ। ফলে ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যোগ দিলেও নতুন ব্র্যান্ডের হয়ে সিমন্স তেমন একটা কিছু করে উঠতে পারেননি। তবে মিউসিয়া-সিমন্স জুটি মিলান ফ্যাশন উইকে ভার্চ্যুয়ালি ৪০টি লুক উপস্থাপন করেছেন। আর এরপর উভয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।

প্রাদার শােতে মডেল


মিলানে এবার উপস্থাপিত স্প্রিং-সামার ২০২১ সংগ্রহে নব্বইয়ের দশকের অনুপ্রেরণায় তৈরি ট্রাউজার স্লিভলেস, টিউনিক লেন্থের টি-শার্ট, নেকলাইনের নিচে বসানো লোগো, পয়েন্টেড স্যান্ডেল। প্রাদার পোশাক অনেকটা ইউনিফর্মের মতো। সেটাই সরাসরি নিজের প্রেরণা হয়েছে বলে জানান র‌্যাফ সিমন্স।