এলে সাময়িকীকে ফারনাজ আলম

প্রতিটি মুখ সৌন্দর্যে স্বতন্ত্র

ফারনাজ আলম। বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল এক নাম। একাধারে তিনি মেকআপ শিল্পী, উদ্যোক্তা ও ব্যবসায়ী। মাত্র ১৮ বছর বয়সে ল’রিয়েল প্যারিসের ‘দ্য ব্রাশ কনটেস্ট’ জয়ের মধ্য দিয়ে বিউটির জগতে পা রাখেন। তারপর কেবল সামনে এগোনোর পালা। মালয়েশিয়ার টেইলর’স বিশ্ববিদ্যালয় ও পরে ক্রেডিট পরিবর্তন করে যুক্তরাজ্যের নর্দাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইন্টেরিয়র আর্কিটেকচার বিষয়ে স্নাতক করেন। এরপর কানাডা থেকে ত্বকের যত্ন ও সৌন্দর্য বিষয়েও পড়াশোনা করেন। এখন তিনি দুবাই আর বাংলাদেশে কাজ করছেন বিউটি নিয়ে। তাঁর মেকআপ লাইন কণা বাই ফারনাজ আলম ইতিমধ্যে ম্যাক, ল’রিয়েল, ববি ব্রাউন, আরবান ডিসেন্সির মতো নামকরা বিউটি ব্র্যান্ডের সঙ্গে নিউইয়র্ক ফ্যাশন উইক স্প্রিং সামার কালেকশন ২০২০-এ অংশ নেয়। সম্প্রতি ফারনাজ আলম বিউটি নিয়ে তাঁর উদ্যোগ আর যাত্রার কথা বলেছেন ভারতের জনপ্রিয় এলে ম্যাগাজিনে। এখানে প্রকাশিত হলো তারই নির্বাচিত অংশ।
এলে ম্যাগাজিন ফারনাজের এই ফটোশুট করেছে
ছবি: ইনস্টাগ্রাম
প্রশ্ন

বিউটি ইন্ডাস্ট্রিতে কেন এলেন?

ছোটবেলা থেকেই সাজগোজ পছন্দ করতাম। আর আমার মাকে দেখেছি, কঠোর পরিশ্রম করে নিজেদের পারিবারিক ব্যবসা সামলাতে। সব মিলিয়ে আমি বিউটি নিয়ে ব্যবসা করতে উদ্যোগী হই।

প্রশ্ন

আপনার মেকআপের দর্শন কী?

খুবই সহজ। মেকআপের প্রক্রিয়াটা যেন দ্রুত হয়। স্বাভাবিক লুক আনে। নিজের ব্যক্তিত্ব আর সৌন্দর্যকে স্পষ্ট করে তোলে। প্রত্যেকটি মানুষই নিজেদের মতো করে সুন্দর। আপনি যেমন, আপনি তেমনই সুন্দর। সেই সৌন্দর্যকেই তুলে ধরে মেকআপ।

ঢাকা ও দুবাইকেন্দ্রিক বিউটি ব্র্যান্ডের নাম ‘কণা বাই ফারনাজ আলম’
প্রশ্ন

আপনার বিউটি ব্র্যান্ডের নাম ‘কণা বাই ফারনাজ আলম’ কেন রাখলেন?

কণা আমার মায়ের নাম। আমার জন্মের আগে থেকেই তিনি ‘উইমেনস ওয়ার্ল্ড’ চালাচ্ছেন। এই প্রতিষ্ঠানের এখন ৩১ বছর চলছে। তিনি সব সময় আমাকে অনুপ্রাণিত করেছেন। তাই নিজের ব্যবসা তাঁর নামে রাখার মাধ্যমে তাঁর সেই সাহস আর শ্রমকে সম্মানিত করতে চেয়েছি।

প্রশ্ন

মেকআপশিল্পী হিসেবে যাঁরা ক্যারিয়ার গড়তে চান, তাঁদের আপনি কী উপদেশ দেবেন?

যেকোনো পেশার ক্ষেত্রেই সেই বিষয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই। সময়ানুবর্তিতা আর পরিশ্রমের ক্ষেত্রেও একই কথা। সেরাদের সঙ্গে কাজ করার চেষ্টা করতে হবে।

যেকোনো পেশার ক্ষেত্রেই সেই বিষয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই, বলেন ফারনাজ
প্রশ্ন

বাংলাদেশের নব্য সংস্কৃতিকে বিউটি ইন্ডাস্ট্রি কীভাবে প্রভাবিত করছে?

প্রযুক্তির উন্নয়নে আর সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তায় এখন বিউটি ইন্ডাস্ট্রি বাংলাদেশের ক্রমাগত বদলে যেতে থাকা সংস্কৃতিকে খুবই প্রভাবিত করছে। এখন বাংলাদেশের বিউটি আন্তর্জাতিক বিউটির সঙ্গে তাল মিলিয়ে চলছে। মেকআপ ব্যক্তিকে ভালো বোধ করায়। প্রতিটা মুখ সৌন্দর্যে স্বতন্ত্র।

প্রশ্ন

বিউটির ক্ষেত্রে আপনাকে কী সবচেযে বেশি টানে?

মিসরীয় আর্ট। আর দেবীদের ছবি। সেখানে তাঁদের মুখ যেভাবে আঁকা হয়েছে, তার সৌন্দর্য অনবদ্য।

ফারনাজ আলম