প্যারিস ফ্যাশন উইক ২০২১

প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে উড়াল দিলেন আজিম

বাংলাদেশি মডেল আজিম–উদ–দৌলার সঙ্গে যখন কথা হচ্ছে, তখন তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পরেই টার্কিশ এয়ারলাইনসের এক প্লেনে করে উড়াল দেবেন তিনি। আট ঘণ্টা পর পৌঁছাবেন ইস্তাম্বুল। সেখান থেকে সকাল সাতটায় আরেকটি প্লেন তাঁকে নিয়ে যাবে গন্তব্যে—প্যারিসে। সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে আজিম পৌঁছাবেন সেখানে, যেখানে চলছে বিশ্বের সেরা চার ফ্যাশন উইকের একটি—প্যারিস ফ্যাশন উইক। এবারই প্রথমবারের মতো এই বাংলাদেশি মডেল অংশ নিতে যাচ্ছেন সম্মানজনক এই ফ্যাশন উৎসবে।

এবারই তো প্রথম, কেমন লাগছে? জানতে চাইলে আজিম বলেন, ‘হ্যাঁ, এবারই প্রথম। এর আগে ফ্রান্সেও যাইনি, প্যারিস ফ্যাশন উইকে অংশ নেওয়া তো দূরের কথা। আনন্দ, উদ্বেগ মিলেমিশে একাকার। আমি রোমাঞ্চিত। ২১ আগস্ট আমার আমন্ত্রণ আসে মার্কিন ডিজাইনার গ্রেস মুনের পক্ষ থেকে। আমি তাঁর পোশাক পরে এবং প্রসাধনী ব্যবহার করে র‌্যাম্পে হাঁটব। আমাদের শো–টা হবে ৬ অক্টোবর, শেষ দিনের সন্ধ্যায়। সেখানে প্যারিস শহরের গভর্নর, সিনেটরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

এবারই প্রথম ফ্রান্সে যাচ্ছেন আজিম

গত জুলাই মাসে যুক্তরাজ্যের ইনটিগ্রিটি ম্যাগাজিনের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল মডেল অ্যাওয়ার্ড’ পান আজিম। যদিও লকডাউনের বাস্তবতায় সশরীর অ্যাওয়ার্ড নিতে যেতে পারেননি তিনি। এবারও ভিসা পাবেন কি পাবেন না, তা নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তাঁর। আর ভিসা নিয়েও জটিলতা হয়নি। আবেদনের পর স্বাভাবিকভাবেই পেয়েছেন অনুমোদন।

এক সপ্তাহ প্যারিসে থাকবেন আজিম

আজিম প্যারিস ফ্যাশন উইকের শো শেষে সেখানে এক সপ্তাহ থাকবেন। কিছু ফটোশুট আর মিটিং সারবেন। এরপর ১৩ অক্টোবর রওনা দেবেন ঢাকার উদ্দেশে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ অক্টোবর দুপুরে ঢাকায় ফিরবেন তিনি।