ল্যাকমের মঞ্চ মানেই নতুন নতুন সৃষ্টির কথা। আর নতুন ডিজাইনারদের পথচলা শুরু হয় এই মঞ্চ থেকে। প্রতিবারের মতো এবারও ল্যাকমে পরিচয় করাল ফ্যাশন দুনিয়ার দুই নবাগতের সঙ্গে। এ ছাড়া ফ্যাশন উৎসবের প্রথম দিন ছিল পাঁচমিশালি আয়োজন।
আজ বুধবার মহাসমারোহে শুরু হলো ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক’ নামের ফ্যাশন আয়োজন। পাঁচ দিনের এই আয়োজনের শুরুতেই আজ ছিল আইএনআইএফডি আয়োজিত ‘জেননেক্সট’ শীর্ষক এক আয়োজন।
জেননেক্সট শোতে মঞ্চে হাজির ছিলেন নবাগত দুই ডিজাইনার টুইঙ্কেল হংসপাল ও দীপিত ছুঘ। দীপিত তার লাইন আউটলাইন লেবেলে নিয়ে এসেছেন পুরুষ পোশাকের নতুন ধারা।
সুতি, মিশ্র সুতি, বেমবার্গ সিল্ক, টুইল কাপড়ের ওপর তিনি মেলে ধরেছেন কর্ডিং, পিটা আর হালকা জারদৌসির কাজ। এদিকে ডিজাইনার টুইঙ্কেল বেশি জোর দিয়েছেন ফেব্রিক কর্ডিং, লাইন স্টিচ, আর ডাবকা এমব্রয়ডারিতে।
এরপরের আয়োজন নানা রঙে রঙিন হয়ে উঠেছিল ডিজাইনার আবির ও নানকির এক বর্ণিল উপস্থাপনায়। সিফন জর্জেটের ওপর ফুল, লতা, পাতা, পানি, প্রজাপতিসহ নানা মোটিফ তিনি তুলে ধরেছেন। গাঢ় গোলাপি, নীল, লালসহ নানা উজ্জ্বল রং তাঁরা তাঁদের ক্যানভাসে মেলে ধরেছিলেন।
আজ সব অনুষ্ঠানই ছিল ভার্চ্যুয়াল।
প্রতিবার ল্যাকমের আসর আরও ঝলমল করে ওঠে বলিউড তারকাদের সমাগমে। আজ অর্থাৎ উৎসবের প্রথম দিন কোনো বিটাউন তারকাকে শো–স্টপার হিসেবে দেখার সম্ভাবনা কম। তবে ল্যাকমের প্রথম রাত জমজমাট হয়ে উঠবে অর্পিতা মেহেতা, পারস-শালিনী এবং জেজে ভালয়ার প্রদর্শনে।